কলকাতা কথকতা

কলকাতা কথকতা

মেঘালয় পুলিশ গ্রেফতার করলো না অর্ণব গোস্বামীকে, সারাদেশে একশোচল্লিশটি মামলা

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৯ মে ২০২০, শনিবার, ৩:০৩ পূর্বাহ্ন

মেঘালয় পুলিশ শেষমুহূর্তে গ্রেফতার করলোনা রিপাবলিক টিভির মালিক ও প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে৷ অ্যারেস্ট ওয়ারেন্টও তৈরি হয়ে গিয়েছিল৷ কিন্তু শেষমুহূর্তে সুপ্রিম কোর্ট এর রক্ষাকবচ বাঁচিয়ে দিল অর্ণবকে৷ আসাম এর ছেলে অর্ণব এর বিরুদ্ধে এফ আই আর করেছিল মেঘালয় যুব কংগ্রেস৷ তাদের অভিযোগ অর্ণব তাঁর চ্যানেল এ মহারাষ্ট্রে হিন্দু সন্ন্যাসি হত্যার পিছনে সোনিয়া গান্ধীর হাত আছে বলে নাগাড়ে প্রচার করছেন৷ এছাড়াও অর্ণবের বিরুদ্ধে বান্দ্রায় গত এপ্রিলে ঘরে ফিরতে চাওয়া শ্রমিকদের জড়ো হওয়ার পিছনে সংখ্যালঘু হাত আছে বলে যে অভিযোগ করা হয়েছে তা ভিত্তিহীন বলে সারা দেশে একশো চল্লিশটি মামলা হয়েছে৷ কলকাতাতেও একাধিক মামলা হয়েছে৷ মামলা এনেছেন দুই বলিউড তারকা কবিতা কৌশিক ও কুবলা সইতে৷ অর্ণব কে সুপ্রিম কোর্ট তিনসপ্তাহ সময় দিয়ে আগাম জামিন নিতে বলেছে৷ তিন সপ্তাহ পূর্ণ হতে আর অল্প কদিন আছে৷ অর্ণব দু একদিনের মধ্যে আগাম জামিন নিচ্ছেন বলে জানা গেছে৷ এদিকে সংযুক্ত আরব আমিরশাহী অর্ণব এবং তাঁর রিপাবলিক টিভি কে নিষিদ্ধ করার পথে৷ গালফ নিউজ এর খবর অনুযায়ী সে দেশের সরকার মনে করছে অর্ণব তীব্র সাম্প্রদায়িকতার বিষ ছড়াচ্ছেন৷ তাই তাঁকে নিষিদ্ধ করা উচিত৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status