কলকাতা কথকতা

কলকাতা কথকতা

অনলাইনে জন্মদিন পালন, রবীন্দ্রনাথের নামে ডাইনোসর এর নামকরণ

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৭ মে ২০২০, বৃহস্পতিবার, ৩:৩৭ পূর্বাহ্ন

দুটি দেশের জাতীয় সংগীত রচনা করার বিরল কৃতিত্ব তাঁর। ভারতের  '  জনগণ মনো অধিনায়ক হে.... '  এবং বাংলাদেশের   ' আমার সোনার বাংলা...।  '  তিনি রবীন্দ্রনাথ ঠাকুর।  যাঁর জন্মদিন পঁচিশে বৈশাখ,  অর্থাৎ শুক্রবার।  অন্যবার এই  দিনটিতে প্রভাতফেরি,  জোড়াসাঁকোয় তাঁর জন্মস্থানে মানুষের প্রবাহ,  রবীন্দ্র সদনে গানের অনুষ্ঠান,  রবীন্দ্র ভারতীতে গীতি আলেখ্য।  কলকাতা মেতে ওঠে রবীন্দ্রজয়ন্তীকে কেন্দ্র করে।  ঢাকাও সাড়ম্বরে পালন করে তাঁর জন্মদিন। করাল করোনার  তাড়নায় চলা লকডাউন কী অবরুদ্ধ করতে পারে বিশ্বকবিকে।  অনলাইনে শুক্রবার বাঙালি গঙ্গা জলে গঙ্গাপুজো করবে।  তাঁর গান,  কবিতা নিয়ে অনলাইনে হবে অনুষ্ঠান।  রাজ্য সরকার দশজন বাছাই করা শিল্পীকে নিয়ে অনুষ্ঠান করছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একা শুক্রবার যাবেন রবীন্দ্র সদনে।  সেখানে তিনি  শ্রদ্ধার্ঘ  নিবেদন করার পর দশজন শিল্পীর অনুষ্ঠান দেখা যাবে বিভিন্ন টিভি চ্যানেলে  অনলাইন  অর্থাৎ রবীন্দ্র জয়ন্তী এবার ডিজিটাল যুগে। রবীন্দ্র জয়ন্তীর ঠিক আগে প্রবীণ কসেওয়ান  নামে এক ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এর এক কর্মীর একটি দাবি হইচই ফেলে দিয়েছে।  তিনি দাবি করেছেন  উনিশশো ষাট সালে রবীন্দ্র  শতবার্ষিকীর আগে আদিলাবাদে ডাইনোসরের একটি অতিকায় ফসিল আবিষ্কৃত হয়।  রবীন্দ্রনাথ এর নামে এই ডাইনাসোরটির নামকরণ করা হয় -   বরাপাসউলেস টাগেরিলা।  আঠারো ফুট লম্বা এবং সাত টন  ওজন ছিল ডাইনোসরটির।  রবীন্দ্রজয়ন্তীর  প্রাক্বালে এই তথ্য হইচই ফেলে দিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status