কলকাতা কথকতা

কলকাতা কথকতা

বাংলাদেশ সহ বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফেরাচ্ছে ভারত

জয়ন্ত চক্রবর্তী, কলকাতা

৫ মে ২০২০, মঙ্গলবার, ৭:১৯ পূর্বাহ্ন

বিশ্বের বিভিন্ন স্থানে লকডাউনের ফলে আটকে থাকা  চৌদ্দহাজার ভারতীয়কে  ফেরানোর জন্যে তৈরি ভারত৷  সাত মে থেকে ভারতের  চৌষট্টিটি  ফ্লাইট এবং তিনটি যুদ্ধজাহাজ তেরোটি দেশ থেকে এই আটকে পড়া ভারতীয়দের নিয়ে আসবে৷ বাংলাদেশেও যে ভারতীয়রা আটকে আছেন তাঁদের ঢাকা থেকে কলকাতা নিয়ে আসা হবে উড়ানে৷ তালিকা প্রস্তুত করছে ভারতীয় বিদেশ মন্ত্রক৷ প্রথমে গালফ অঞ্চল থেকে বিমান ও জাহাজে ভারতীয়রা আসবেন৷ এরপর চেষ্টা হবে একদিনে একাধক ফ্লাইটে  বাংলাদেশ থেকে আটকে পড়া ভারতীয়দের আনার৷ বাংলাদেশ ছাড়া অন্য যে দেশ থেকে ভারতীয়রা ফিরছেন তা হলো,  ফিলিপাইনস,  সিঙ্গাপুর,  আমিরশাহী,  সৌদি,  আমেরিকা,  ব্রিটেন,  বাহারাইন,  কুয়েত এবং আরও কয়েকটি দেশ থেকে৷ বিমান অথবা জাহাজে ওঠার আগে এই ভারতীয়দের পরীক্ষা করা হবে৷ এদের যাত্রা করতে হবে আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি মেনে৷ মুখে পরতে  হবে মাস্ক এবং হাতে গ্লাভস৷  ভারতে নেমে তাঁদের চোদ্দ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে৷ ভারতীয়দের এই ভাবেই   আনার প্রকল্প নেওয়া হয়েছে৷
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status