বাংলারজমিন
করোনার ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২০২০-০৫-০৩
করোনা ভাইরাসের ভয় দেখিয়ে পনের বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করে হাটহাজারী দ্রুতযান পরিবহন বাসের হেলপার জুয়েল (২৫)।
গত পহেলা বৈশাখ ২০ইং চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার ১১মাইল পূর্ব দেওয়াননগর করিম কলোনীতে ঐ কিশোরীর বসত ঘরে এক পেয়ে একই কলোনী আব্দুল খায়ের এর পুত্র মো. জুয়েল করোনা ভাইরাসের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে কলোনীর দিদার, আনোয়ার, হোসেন এর মাধ্যমে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলে ধর্ষণে বিষয়টি ধামাচাপা দেয়। কোর্টে মামলা দিলে হত্যা করার হুমকি দেয় তারা। এবং ভোক্তভুগিদের ওই কলোনী থেকে ঐ দিনেই বের করে দেয় কলোনী জমিদার করিম মিয়া।
নিরুপায় হয়ে আজ (৩মে) রবিবার ঐ কিশোরীর মা হাটহাজারী মডেল থানায় এসে ৯(১) ধারায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই সেলিম মিয়া ধর্ষক জুয়েল কে সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে।
হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ মাসুদ আলম দৈনিক মানবজমিন কে বলেন, কিশোরীকে করোনায় ভয় দেখিয়ে জোর পূর্বক তার বসত ঘরে ধর্ষণ করে আসামী জুয়েল। অভিযোগের প্রেক্ষিতে জুয়েল কে আটক করা হয়। আগামীকাল তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে।
গত পহেলা বৈশাখ ২০ইং চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার ১১মাইল পূর্ব দেওয়াননগর করিম কলোনীতে ঐ কিশোরীর বসত ঘরে এক পেয়ে একই কলোনী আব্দুল খায়ের এর পুত্র মো. জুয়েল করোনা ভাইরাসের ভয় দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে কলোনীর দিদার, আনোয়ার, হোসেন এর মাধ্যমে এক লক্ষ টাকা দেওয়ার কথা বলে ধর্ষণে বিষয়টি ধামাচাপা দেয়। কোর্টে মামলা দিলে হত্যা করার হুমকি দেয় তারা। এবং ভোক্তভুগিদের ওই কলোনী থেকে ঐ দিনেই বের করে দেয় কলোনী জমিদার করিম মিয়া।
নিরুপায় হয়ে আজ (৩মে) রবিবার ঐ কিশোরীর মা হাটহাজারী মডেল থানায় এসে ৯(১) ধারায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই সেলিম মিয়া ধর্ষক জুয়েল কে সন্ধ্যায় আটক করে থানায় নিয়ে আসে।
হাটহাজারী মডেল থানায় অফিসার ইনচার্জ মাসুদ আলম দৈনিক মানবজমিন কে বলেন, কিশোরীকে করোনায় ভয় দেখিয়ে জোর পূর্বক তার বসত ঘরে ধর্ষণ করে আসামী জুয়েল। অভিযোগের প্রেক্ষিতে জুয়েল কে আটক করা হয়। আগামীকাল তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে।