ভারত

করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাল ভারতীয় সেনাবাহিনী

কলকাতা প্রতিনিধি

২০২০-০৫-০৩

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে ক্লান্তিহীনভাবে কাজ করে চলেছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ, সাফাইকর্মী ও সাংবাদিকরা। এদের এই নজিরবিহীন লড়াইকে কুর্ণিশ জানিয়েছে ভারতীয সেনাবাহিনীর তিন শাখা । করোনা যোদ্ধাদের সম্মানে রবিবার সকালে ভারতের বিভিন্ন হাসপাতালের উপর নৌ ও বায়ুসেনার হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়েছে। হাসপাতালের বাইরে দেশাত্মবোধক সুরে ব্যান্ড বাজিয়ে স্যালুট জানানো হয়েছে করেনা যোদ্ধাদের। বায়ুসেনার তরফে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, এবং উত্তপূর্ব ভারতের আসাম থেকে গুজরাটের কচ্ছ পর্যন্ত বায়ুসেনার বিমান ফ্লাইটপাস্ট করেছে। নৌবাহিনীর পক্ষ থেকে উপকূলে এবং নৌঘাটিতে থাকা সব জাহাজকে আলো দিযে সাজানো হয়েছে। গত শুক্রবার তিন সেনাপ্রধানকে সঙ্গে নিয়ে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এক সাংবাদিক সম্মেলনে করোনা যোদ্ধাদের ভারতীয সেনাবাহিনীর কৃতজ্ঞতা জানানোর কর্মসুচির কথা ঘোষনা করেছিলেন। এ প্রসঙ্গে রাওয়াত বলেছিলেন, আমাদের নিরাপদ রাখতে যে সমস্ত করোনা যোদ্ধারা নিরন্তর প্রয়াস চালিযে যাচ্ছেন তাদের কৃতজ্ঞতা জানাই। দেশ ঐক্যবদ্ধ হয়ে এই সঙ্কট থেকে বেরিয়ে আসার সংকল্প নিয়েছে। অবশ্য করোনা যোদ্ধাদের এর আগে জনতা কার্ফুর দিন প্রধানমন্ত্রীর আহ্বানে গোটা দেশে মানুষ থালা, বাটি, ঘণ্টা ও শঙ্খ বাজিয়ে আভিনন্দন জানানো হয়েছে। তবে তা নিয়ে বিরোধীরা কটাক্ষও করেছিল। এবারও সেনাবাহিনীর কর্মসূচি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। সাবেক কয়েকজন সামরিক কর্তা এর প্রতিবাদ জানিয়েছেন। বিরোধীরাও সমালোচনায় সরব হয়েছেন।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status