ভারত

শুধু ফুটবলে নয় ক্রিকেটেও সমান পারদর্শী ছিলেন চুনী গোস্বামী

কলকাতা প্রতিনিধি

৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৯:১৯ পূর্বাহ্ন


কিছুদিন আগেই বিদায় নিয়েছেন কিংবদন্তি ফুটবলার পি কে ব্যানার্জি। এবার বিদায় নিলেন আরেক কিংবদন্তি ফুটবলার চুনী গোস্বামী। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেটেও ছিলেন সমান পারদর্শী। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে বিকেল পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতীয় ফুটবলের এই নক্ষত্র। তাঁর পুত্র সুদীপ্ত গোস্বামী এই খবর জানিয়েছেন। চুনী গোস্বামী ফুটবলের পাশাপাশি চুটিয়ে ক্রিকেটও খেলেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে। তাঁর মৃত্যুতে পশ্চিমবঙ্গের ক্রীড়াজগতে নেমে এসেছে শোকের ছায়া। ১৯৪৬ সালে মাত্র ৮ বছর বয়সে যোগ দিয়েছিলেন মোহনবাগান জুনিয়র দলে। তারপর ১৯৫৪ সালে মোহনবাগান সিনিয়র দলে অর্ন্তভুক্ত হয়েছিলেন। ১৯৬৮ সাল পর্যন্ত মোহনবাগানেই খেলেছেন তিনি। ২০০টি গোল করেছেন। ভারতের হয়ে ৫০টিরও বেশি ম্যাচ খেলেছেন তিনি। অধিনায়কত্ব করেছেন ১৬টি ম্যাচে। এর মধ্যে ১৯৬২ সালে তাঁরই অধিনায়কত্বে জার্কাতায় অনুষ্ঠিত এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। ১৯৬৩ সালে অর্জুন এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। ২০০৫ সালে মোহনবাগান রতœ দিয়ে তাঁকে ভূষিত করা হয়েছে। এদিকে ক্রিকেটে ৪৬টি একদিনের ম্যাচে ১৫৯২ রান করেছেন তিনি। তার মধ্যে রয়েছে ১টি শতরান ও ৭টি অর্ধ শতরান। এছাড়া নিয়েছেন ৪৭টি উইকেট। এখানেই শেষ নয় হকি এবং লন টেনিসেও সমান পারদর্শী ছিলেন কিংবদন্তি এই ফুটবলার। এমনকি একটি বাংলা সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status