অনলাইন

জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে সালমান এফ রহমানের শোক

স্টাফ রিপোর্টার

২৮ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৫:০৩ পূর্বাহ্ন

জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা জামিলুর রেজা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সালমান এফ রহমান বলেন, আমি জেনে অত্যন্ত মর্মাহত হয়েছি যে জাতীয় অধ্যাপক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত স্বনামধন্য প্রকৌশলী ড. জামিলুর রেজা চৌধুরী অদ্য ২৮ এপ্রিল, মঙ্গলবার ভোররাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর আকস্মিক মৃত্যতে আমি গভীর দুঃখ ও শোক প্রকাশ করছি। তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যাক্তি ছিলেন এবং আমার সাথে তাঁর হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক সম্পর্ক ছিল। তাঁর আকস্মিক মৃত্যু দেশ ও জাতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। শোক বার্তায় তিনি বলেন, বহূমখী প্রতিভার অধিকারী ড. চৌধুরী ছিলেন একজন কর্মপ্রাণ মানুষ এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যক্তিত্ব। সারা জীবন তিনি মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। অনেক গুরুত্ত্বপূর্ণ সরকারী বৃহৎ প্রকল্প বাস্তবায়নে তিনি নিজের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োজিত করেছিলেন। বাংলাদেশে কম্পিউটার তথা আইসিটি শিক্ষা জনপ্রিয় ও কার্যকর করার অন্যতম একজন পতিকৃৎ ছিলেন ড. চৌধুরী। তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান এবং সদা তৎপর ছিলেন। ১৯৯৬ সালের তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছিলেন। বর্ণাঢ্য জীবনের অধিকারী ড. চৌধুরীরর নাম বাংলাদেশের শিক্ষা, উন্নয়ন ও অগ্রযাত্রার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি তাঁর কাজের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পরিসরে অনেক স্বীকৃতি পেয়েছেন। ২০১৭ সালে তিনি রাষ্ট্র কর্তৃক মহান একুশে পদকে ভূষিত হন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা প্রকাশ করছি। মহান আল্লাহ তা’লা তাদেরকে এই শোক সইবার জন্য প্রয়োজনীয় ধৈর্য্য ও শক্তি প্রদান করুন। মহান আল্লাহ তা’লা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status