খেলা

কথা রাখল বিসিবি; চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের চেক হস্তান্তর

স্পোর্টস রিপোর্টার

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৩:২৯ পূর্বাহ্ন

ভয়াবহ করনা ভাইরাসের কারণে দেশের সব ধরণের ক্রিকেট বন্ধ। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটও (ডিপিএল)। এই পরিস্থিতিতে বিসিবির চুক্তির বাইরে থাকা ক্রিকেটাররা বেশিরভাগই আছেন বড় ধরনের অর্থনৈতিক সংকটে এবং বিপদে। এই পরিস্থিতির কথা চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ঘোষণা দিয়েছিলেন তাদের অনুদান দেওয়ার। তিনি জানিয়েছিলেন, চুক্তির বাইরে থাকা ঢাকা প্রিমিয়ার লীগের ক্রিকেটাররা প্রত্যেকে অনুদান পাবেন ৩০ হাজার টাকা করে। যাতে তারা এই পরিস্থিতি কিছুটা হলেও মোকাবেলা করতে পারেন। অবশেষে দ্রুতই কথা রেখেছে বিসিবি। আজ বৃহস্পতিবার সকালে ৯৬ ক্রিকেটারের অনুদানের চেক ঢাকা প্রিমিয়ার লীগের ১২টি ক্লাবে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি দৈনিক মানবজমিনকে নিশ্চিত করেছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি বলেন, ‘বিসিবি সভাপতি কথা দিয়েছিলেন, চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের ৩০ হাজার টাকা করে অনুদান দেওয়ার। আমরা আজ সকালে ঢাকা প্রিমিয়ার লীগের ১২টি ক্লাবের কর্তৃপক্ষের কাছে ৯৬ ক্রিকেটারের সেই অনুদানের চেক হস্তান্তর করেছি। যেন তারা এই কঠিন বিপদের মধ্যে লড়াই করতে পারে।’

চলতি মৌসুমের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ মাত্র এক রাউন্ড হওয়ার পর করোনা ভাইরাসের জেরে তা বন্ধ হয়ে যায়। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা নিয়মিত বেতন-ভাতা পেলেও এর বাইরের ক্রিকেটারদের প্রধান উৎস ঢাকা প্রিমিয়ার লীগ। বেশিরভাগ ক্রিকেটার ঢাকা লীগের উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। ঢাকা লীগ বন্ধ হয়ে যাওয়ায় তা নিয়ে তৈরি হয়েছে বড় শঙ্কা। শেষ পর্যন্ত লীগ মাঠে না গড়ালে আর্থিক ক্ষতির মুখে পড়বেন ক্রিকেটাররা। যদিও বিসিবি জানিয়েছে, পরিস্থিতি ভালো হলে ছোট পরিসরে হলেও লীগ মাঠে গড়াবে। তবে এই পরিস্থিতিতে ক্রিকেটাররা যেন কোন বিপদে না পড়েন সেজন্য বিসিবি সভাপতি জানিয়েছিলেন অনুদান দেওয়ার। সে অনুদানের চেক হস্তান্তর করায় অনেকটাই স্বস্তি মিলেছে ক্রিকেটারদের। সিসিডিএমের পক্ষ থেকে আলী হোসেন অনুরোধ জানিয়েছেন চেকগুলো ক্লাব থেকে সংগ্রহ করার জন্য। তিনি বলেন, ‘আমরা প্রত্যেক ক্রিকেটারের নামে চেক হস্তান্তর করেছি। ক্রিকেটাররা যেন তাদের চেকগুলো ক্লাব থেকে সংগ্রহ করে নেয়।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status