খেলা

এবার বেতন কমলো রামোস-বেনজেমাদের

স্পোর্টস ডেস্ক

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১০:৫৯ পূর্বাহ্ন

করোনার ধাক্কায় টালমাটাল ক্রীড়াঙ্গন। এর প্রভাবে ক্রীড়া অর্থনীতিতে লেগেছে বড় ধাক্কা। বিশ্বের ধনী ফুটবল ক্লাবগুলোর কপালে তাই চিন্তার ভাঁজ। ইউরোপের বহু ফুটবল ক্লাব তাদের খেলোয়াড়-কোচদের বেতন কমিয়েছে। এবার তাতে যুক্ত হলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্র্রিদ। সার্জিও রামোস-করিম বেনজেমারা ক্লাবের বেতন কমানোর প্রস্তাবে সম্মত হয়েছেন। প্রাথমিকভাবে ১০ শতাংশ বেতন কম নেমেন রিয়াল ফুটবলার ও কোচিং স্টাফরা। এর ফলে ৫০ মিলিয়ন ইউরো বাঁচাতে পারবে রিয়াল মাদ্রিদ। যদি স্থগিত হয়ে যাওয়া মৌসুম মাঠে না গড়ায় সেক্ষেত্রে ২০ শতাংশ বেতন কম নেবেন রামোস-বেনজামারা।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ ১০ শতাংশ বেতন কমানোর প্রস্তাব দেন অধিনায়ক সার্জিও রামোসকে। সতীর্থদের সেটা জানান রিয়াল অধিনায়ক। প্রথমে ৫ শতাংশ বেতন কমানের পাল্টা প্রস্তাব দেন ফুটবলাররা। পরে ক্লাবের অন্যান্য কর্মীদের কথা ভেবে ক্লাবের প্রস্তাবে সম্মতি জানান কোচ ও ফুটবলাররা।

এর আগে বার্সেলোনা লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের বেতন ৭০ শতাংশ পর্যন্ত কম দেয়ার সিদ্ধান্ত নেয়। অ্যাটলেটিকো মাদ্রিদও তাদের কোচ ও ফুটবলারদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status