খেলা

সাকিব না কোহলি? টি-টোয়েন্টির সেরা বাছতে ক্রিকইনফোর ভোট

স্পোর্টস রিপোর্টার

৯ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ৯:১৪ পূর্বাহ্ন

টি-টোয়েন্টির সেরা ক্রিকেটার নির্বাচনে ভোটের আয়োজন করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সমর্থকরা ভোটের মাধ্যমে নির্বাচন করবে টি-টোয়েন্টির সেরা। এই পর্যায়ে (রাউন্ড অব সিক্সটিন) ভোটাভুটি চলছে সাকিব আল হাসান ও বিরাট কোহলির মধ্যে এবং কাইরন পোলার্ড ও অ্যারন ফিঞ্চের মধ্যে।

ভোটাভুটিতে এখন পর্যন্ত লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। প্রতিবেদন লেখার সময় প্রায় ৬২ হাজারের মত ভোটার ভোট দিয়েছেন। যেখানে ৫০ শতাংশ ভোট পেয়েছেন সাকিব আল হাসান। আর ৫০ শতাংশ ভোট পেয়েছেন বিরাট কোহলি।

টি-টোয়েন্টির ফেরিওয়ালা সাকিব আল হাসান খেলেছেন বিশ্বের সম্ভাব্য সব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। বিপিএল, আইপিএল, সিপিএল, পিএসএল, বিগ ব্যাশ সবখানেই সফলতা দেখিয়েছেন টাইগার অলরাউন্ডার। বিপিএলের ছয় আসরে খেলে তিনবার হয়েছেন টুর্নামেন্ট সেরা। চার ফাইনাল খেলে ২ বার জিতেছেন শিরোপা (একবার অধিনায়ক হিসেবে)। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুইবার শিরোপা জয়ের স্বাদ পান সাকিব। টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের (৯২) চেয়ে বেশি উইকেট আছে কেবল লাসিথ মালিঙ্গা (১০৭) ও শহীদ আফ্রিদির (৯৮)।

টি-টোয়েন্টিতে ৫ হাজারের বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ব্যাটিং গড় (৪১.২০) বিরাট কোহলির। সময়ের সেরা এই ব্যাটসম্যান জাতীয় দল ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে রানের বন্যা বইয়েছেন। ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন কোহলি।

সাকিব আল হাসানের টি-টোয়েন্টি ক্যারিয়ার:
ম্যাচ- ৩০৮
রান- ৪৯৭০
সেরা- ৮৬*, ফিফটি- ১৯
গড়- ২১.০৫, স্ট্রাইক রেট- ১২২.১১
উইকেট- ৩৫৪
সেরা- ৬/৬, ৫ উইকেট- ৪ বার,৪ উইকেট- ৮ বার
গড়- ২১.০৭, ইকোনমি- ৬.৮৯

বিরাট কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ার-
ম্যাচ- ২৮১
রান- ৮৯০০
সেরা- ১১৩, সেঞ্চুরি- ৫, ফিফটি- ৬৪
গড়- ৪১.২০, স্ট্রাইক রেট- ১৩৪.৫৬
উইকেট- ৮ টি
সেরা- ২/২৫
গড়- ৮২.৬২, ইকোনমি- ৮.৭৩
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status