অনলাইন

নারায়ণগঞ্জে যুবকের ফোন পেয়ে ওষুধ পৌছে দিলেন ইউএনও

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

৮ এপ্রিল ২০২০, বুধবার, ৯:০২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউএনও নাহিদা বারিকের মোবাইলে বুধবার সকালে এক যুবকের হঠাৎ ফোন। তিনি ফোনে ইউএনওকে জানালেন সে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। টাকা আছে কিন্তু লকডাউনের কারণে বাহিরে বের হতে পারছেন না এবং ওষুধ কিনতে পারছেন না। এ কথা শুনে দ্রুত তার বাসায় খাবার দিয়ে লোক পাঠান ইউএনও। ওই যুবকের হাতে চাল, ডালের একটি খাবারের প্যাকেট তুলে দিয়ে ওষুধের ব্যবস্থাপত্র নিয়ে দোকান থেকে ওষুধ কিনে তাকে পৌছে দেয়া হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নাহিদা বারিক বলেন, ওই যুবকটি খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামের কাছে সিআইডি বিল্ডিংয়ে স্বপরিবারে বসবাস করেন। সে আইনকে শ্রদ্ধা করে লকডাউন মেনে ঘর থেকে বের হয়নি। সে ফোন করে বলেন, আমি লকডাউনের সময় তো বাসা হতে বের হতে পারবোনা। কিন্তু এখন আমার জরুরী কিছু ওষুধ প্রয়োজন। ওষুধ না খেলে অসুস্থ্য হয়ে পড়ি। আমার কাছে টাকা আছে লোক দিয়ে সহযোগিতা করলে উপকৃত হবো। এরপর মোটর সাইকেলে দ্রুত তার ঠিকানায় লোক পাঠিয়ে সহযোগিতা করা হয়েছে।
ইউএনও আরও বলেন, যারা এখনো অযথা বাহিরে আছেন আইনকে অমান্য করে লকডাউনে আড্ডা মারছেন। চায়ের দোকানে বসে আছেন। এখনো নিজেকে বাঁচাতে হলে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে ঘরে চলে যান। নিজেকে সুস্থ্য রাখুন পরিবারকেও সুস্থ্য রাখার জন্য সরকারী আইন মেনে ঘরে থাকুন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status