খেলা

স্মিথ-ওয়ার্নার না থাকার সুবিধা নিয়ে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত: ওয়াকার

স্পোর্টস ডেস্ক

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৯:৪৪ পূর্বাহ্ন

২০১৮ সালের শেষদিকে উপমহাদেশের প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জয়ের কৃতিত্ব দেখায় ভারত। চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জেতে বিরাট কোহলির দল। ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই টেস্ট সিরিজ জয়ে বিরাট কোহলির দলকে কৃতিত্ব দিতে নারাজ পাকিস্তানের সাবেক বোলিং গ্রেট ওয়াকার ইউনিস। তিনি মনে করেন, স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় সুবিধা পেয়েছিল ভারত।

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে বল টেম্পারিং কান্ডে নিষিদ্ধ হন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরুন ব্যানক্রফট। স্মিথ-ওয়ার্নারের মতো সেরা দুই ক্রিকেটার নিষিদ্ধ হওয়ার পর তখন টালমাটাল অবস্থা অস্ট্রেলিয়া দলে। নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরের আগে বাজে সময় কাটছিল অজিদের। দুঃসময়ের মধ্যে থাকা অস্ট্রেলিয়াকে বাগে পেয়ে প্রথমবারের মতো সিরিজ জিতে নেয় ভারত, এমনটাই মনে করেন ওয়াকার ইউনিস। তিনি বলেন, ‘আমি ভারতকে এজন্য (সিরিজ জয়) কোনো বাহবা দিতে চাই না। তবে এটা ঠিক যে তারা দারুণ ক্রিকেট খেলেছিল। যে সময়টায় ভারত সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া তখন বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। বল টেম্পারিং কান্ডে তখন তাদের সেরা দুই ক্রিকেটার স্মিথ ও ওয়ার্নার না থাকায় সুবিধা পেয়েছিল ভারত।’

১৯৯৫ সালের পর অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। ১৯৯৯ সালে ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতার, আব্দুল রাজ্জাক, সাকলাইন মুস্তাকদের নিয়ে গড়া বোলিং আক্রমণ নিয়েও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছিল পাকিস্তান। এর ব্যাখ্যায় ওয়াকার বলেন, ‘আমি জানিনা কেন এতদিন একটি টেস্ট ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। আমার মতে, বোলাররা ভালো করলেও ব্যাটসম্যানদের ব্যর্থতা ভুগিয়েছে। স্কোরবোর্ডে পর্যাপ্ত রান না তুলতে পারলে বিশ্বসেরা বোলিং আক্রমণ নিয়েও টেস্ট জেতা যায় না।’

২০১৮ সালের আগে ভারতও অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে গিয়ে স্বাগতিকদের কাছে নাকাল হয়েছে। সেটা মনে করিয়ে দিয়ে ওয়াকার বলেন, ‘মনে রাখতে হবে, যেকোনো দলের জন্য অস্ট্রেলিয়ার কন্ডিশনে ভালো করা কঠিন। সাম্প্রতিক সময়ে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মতো দলও অস্ট্রেলিয়ায় পাত্তা পায়নি।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status