খেলা

রিয়াল-বার্সা-অ্যাটলেটিকোর দায়িত্ব পালন করা একমাত্র কোচ মারা গেছেন

স্পোর্টস ডেস্ক

৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ৯:১৯ পূর্বাহ্ন

একমাত্র কোচ হিসেবে স্পেনের শীর্ষ তিন ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের ডাগআউটে বসার রেকর্ডটি রাদোমির আনতিচের। গতকাল ৭১ বছর বয়সে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। আনতিচের মৃত্যুতে আলাদা বিবৃতিতে শোক প্রকাশ করেছে রিয়াল-বার্সা-অ্যাটলেটিকো।

১৯৪৮ সালে সার্বিয়ায় জন্মগ্রহণকারী ফুটবলার আনতিচের পেশাদার ক্লাব ক্যারিয়ারের একটা অংশ কেটেছে স্পেনের রিয়াল জারাগোজায়। যুগোস্লাভিয়ার হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ মিলেছিল তার। পরবর্তীতে কোচিং পেশা বেছে নেন। এ পেশাতেই বেশি খ্যাতি লাভ করেন তিনি।

১৯৯০/৯১ মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হন আনতিচ। তবে মৌসুমের মাঝপথে ছাঁটাই হন। দুই বছর পর রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের দায়িত্ব নেন। রোজি-ব্লাঙ্কসদের লা লিগা ও কোপা দেল রে জেতান তিনি।

এরপর ২০০৩ সালে বার্সেলোনায় লুইস ফন গানের স্থলাভিষিক্ত হন আনতিচ। তার অধীনে লা লিগায় সপ্তম হয়ে মৌসুম শেষ করে বার্সা।

ক্লাবের বাইরে সার্বিয়া জাতীয় দলেরও দায়িত্ব পালন করেছেন রাদোমির আনতিচ। তার অধীনে ২০১০ বিশ্বকাপ খেলেছিলেন লুকা মদরিচরা। সেবার গ্রুপ পর্ব থেকে ছিটকে যায় সার্বিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status