খেলা

‘ইমরান খানের দেখানো পথে হাঁটবে বিশ্ব’

স্পোর্টস ডেস্ক

৬ এপ্রিল ২০২০, সোমবার, ৯:৪৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের কারণে ভারতে চলছে লকডাউন। বাংলাদেশে লকডাউন ঘোষণা না করলেও অনেকটা সেরকম পরিস্থিতি চলছে। কিন্তু এর উল্টো চিত্র পাকিস্তানে। লকডাউন ঘোষণা করেননি ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও দেশটির প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা আছে রমিজ রাজার। তার মতে গোটা বিশ্বই পরে ইমরান খানের দেখানো পথে হাঁটবে।

লকডাউন না করা নিয়ে ইমরানের যুক্তি, ‘পাকিস্তানের ২৫ শতাংশ মানুষ দারিদ্রসীমার নিচে বাস করে। এই পরিস্থিতিতে এটাও মনে রাখতে হবে মানুষ যেনো না খেয়ে মারা না যায়। আবার অর্থনীতির চাকাও সচল রাখতে হবে। ভারসাম্য রাখাটাকে গুরুত্বপূর্ণ মনে করছি।’

লকডাউন ঘোষণা না করলেও শিক্ষা প্রতিষ্ঠান, শপিং মল, রেস্টুরেন্ট, কমিউনিটি সেন্টারসহ অন্যান্য যেসব জায়গায় লোকসমাগম হয় সেখানে লকডাউন ঘোষণা করেছে পাকিস্তান সরকার। কৃষি ও কন্সট্রাকশন সেক্টর খোলা রেখেছে দেশটি।

ইমরান খানের পদক্ষেপের প্রশংসা ঝরেছে তার এক সময়ের সতীর্থ রমিজ রাজার কণ্ঠে। টুইটারে তিনি লিখেছেন, ‘ইমরান খানের পদক্ষেপই শেষ পর্যন্ত সঠিক বলে প্রমাণিত হবে। সে দর্শকদের জন্য খেলেনি। খেলেছে গরীবদের পক্ষে। সচেতনতা ও মৌলিক অর্থনীতির মধ্যে সামঞ্জস্য তৈরি করেছেন তিনি। তার এই পদাঙ্ক গোটা বিশ্ব শীঘ্রই অনুসরণ করবে।’

রমিজ রাজা ইমরানকে সমর্থন করলেও সাবেক পেসার শোয়েব আখতার লকডাউন করার জন্য বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রীর কাছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status