খেলা

ফুটবল ইতিহাসের সবচেয়ে দামী খেলোয়াড় নন নেইমার! তাহলে কে?

স্পোর্টস ডেস্ক

৬ এপ্রিল ২০২০, সোমবার, ২:১৬ পূর্বাহ্ন

যদি প্রশ্ন করা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল দলবদল কোনটি? হয়তো নেইমারের নাম বলবে অধিকাংশ ফুটবলভক্ত। টাকার অঙ্কের হিসাবে সেটি অবশ্যই ঠিক আছে। কিন্তু মুদ্রাস্ফীতি হার হিসাবে ইতিহাসের সবচেয়ে দামী ফুটবলার নন নেইমার। সেক্ষেত্রে সবার আগে তারই স্বদেশি রোনালদো লিমার নাম। আধুনিক ট্রান্সফার ফি’র সঙ্গে আগের ট্রান্সফার ফি’র সমন্বয় করেছে ইতালিয়ান মার্কেট এনালিস্টস ওয়েবসাইট প্লেরেটিংস। তাদের বিশ্লেষণ অনুযায়ী বৃটিশ ট্যাবলয়েড দ্য সানের রিপোর্টার জো বল তৈরি করেছেন এই প্রতিবেদন।

বর্তমান দলবদল বাজারের কথা ভাবুন। কিলিয়ান এমবাপ্পের প্রাইস ট্যাগ যদি ২০০ মিলিয়ন হয়, তাহলে রোনালদোর কত হতো? ব্রাজিলের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা রোনালদোকে ১৯৯৭ সালে ২৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়ায় ইন্টার মিলান। ওই ২৫ মিলিয়নই এখনকার ৪০০ মিলিয়ন পাউন্ডের সমান।

এরপরই আছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ১৯৮৪ সালে বার্সেলোনা থেকে ৬ মিলিয়ন পাউন্ডে নাপোলিতে যোগ দেন ৮৬’র নায়ক। বর্তমান বাজারে ম্যারাডোনার দাম হতো ৩০০ মিলিয়ন।

তিন নম্বরে ফ্রান্সের মিশেল প্লাতিনি। স্বদেশি ক্লাব সেঁত এতিয়েন ছেড়ে ৩ মিলিয়ন পাউন্ডে ১৯৮২ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে। এখনকার দিনে ২৯৫ মিলিয়নের সমান।

ইতালিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান ভিয়েরি রয়েছেন চতুর্থ স্থানে। ১৯৯৯ সালে ৪১ মিলিয়ন পাউন্ডে লাৎসিও ছেড়ে পারি জমান ইন্টার মিলানে। যা ২৯৫ মিলিয়নের সমান।

ডাচ কিংবদন্তি মার্কো ফন বাস্তেন ১৯৮৭ সালে স্বদেশি ক্লাব আয়াক্স ছেড়ে নাম লেখান এসি মিলানে। মাত্র ১ মিলিয়ন পাউন্ডে! ‘মাত্র’ বলার জো নেই। কারণ ফিগারটা বর্তমান বাজারে ২৮৯ মিলিয়নের সমান।

‘বাতিগোল’ খ্যাত আর্জেন্টাইন স্ট্রাইকার গ্যাব্রিয়েল বাতিস্তুতা এই তালিকায় ৬ নম্বরে। ফিওরেন্তিনায় সাফল্য লাভের পর ২০০০ সালে ৩২ মিলিয়ন পাউন্ডে তাকে দলে টানে এএস রোমা। এখনকার দিন হলে ২৪৭ মিলিয়ন ঢালতে হতো রোমাকে।

আরেক আর্জেন্টাইন গঞ্জালো হিগুয়েনও জায়গা পেয়েছেন এই তালিকায়। ২০১৬তে নাপোলি থেকে ৭৯ মিলিয়ন পাউন্ডে জুভেন্টাসে যোগ দেন তিনি। বর্তমানে অঙ্কটা ২৩২ মিলিয়ন পাউন্ডের সমান।

এরপর নেইমার। ২০১৭তে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন ১৯৯ মিলিয়ন পাউন্ডে। মুদ্রাস্ফীতি রেট অনুযায়ী তিন বছরে কোনো পরিবর্তন হয়নি টাকার অঙ্কের।

 

 

 

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status