অনলাইন

করোনার মহামারী থেকে অর্থনীতি রক্ষায় একগুচ্ছ সুপারিশ সিপিডির

অর্থনৈতিক রিপোর্টার

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৯:২১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের মহামারীর প্রভাব থেকে অর্থনীতি রক্ষায় আগামী বাজেটে করপোরেট কর কিস্তিতে পরিশোধ ও কর মওকুফের সুযোগ রাখাসহ একগুচ্ছ সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।

আজ রোববার ২০২০-২১ অর্থবছরের আসন্ন বাজেট সামনে রেখে লিখিত প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে সিপিডি।

প্রতিষ্ঠানটির সংলাপ ও যোগাযোগ বিভাগের যুগ্ম পরিচালক অভ্র ভট্টাচার্য জানান, করোনা ভাইরাসের কারণে ‘ডেডলক’ থাকায় এবারের বাজেট প্রস্তাবনার সফট কপি ইমেইলে ও হার্ড কপি এনবিআরে পাঠাতে হয়েছে।

তিনি বলেন, বাজট প্রস্তাবনায় দেশের অর্থনীতিকে করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচাতে রপ্তানি ও আভ্যন্তরীণ চাহিদা পূরণে উৎপাদিত পণ্যের করপোরেট কর আগামী ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত কিস্তিতে পরিশোধের সুবিধা দেয়ার সুপারিশ করা হয়েছে।

ওই প্রস্তাবনায় বলা হয়, বিশেষ করে ৫০ লাখ থেকে ১ কোটি টাকার মধ্যে যাদের বার্ষিক লেনদেন, সেসব ক্ষুদ্র ব্যবসায়ী, ‍কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার (এসএমই) কর মওকুফ এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুদহারে ছাড় দিয়ে ঋণের ব্যবস্থার সুপারিশ করেছে সিপিডি।

ফার্মাসিউটিক্যালস কোম্পানি, হাসপাতাল, রোগ নির্ণয় ও প্রতিষেধক তৈরির কোম্পানিকেও চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ কর সুবিধার আওতায় আনার প্রস্তাব দেয়া হয়েছে।

এতে আরো বলা হয়, যেসব ডাক্তার, নার্স এবং হাসপাতালের স্টাফ করোনা রোগীর চিকিৎসা দিচ্ছেন, তাদের জন্য একটি বিশেষ বোনাস প্যাকেজ অথবা তাদের আয়করে আগামী অর্থবছরে বিশেষ ছাড়ের সুবিধা দিতে পারে।

এছাড়া করোনা ভাইরাস নিয়ন্ত্রণে বা রোগীর সাহায্যে যারা অর্থ অনুদান বা দান করবেন সেই অর্থও আগামী অর্থবছরে করমুক্ত রাখার সুপারিশ করেছে সিপিডি।

সিপিডির সুপারিশের মধ্যে আরোেআছে, আগামী অর্থবছরের বাজেটে করমুক্ত আয় সীমা আড়াই লাখ থেকে সাড়ে তিন লাখে উন্নীত করা; আয়করের প্রথম তিন ধাপ ১০, ১৫ ও ২০ শতাংশ থেকে ৫ শতাংশ কমিয়ে ৫, ১০ ও ১৫ শতাংশে নামিয়ে আনা।

পরবর্তী দুই বাজেটে এই সুবিধা দেয়ার প্রস্তাব করেছে সিপিডি। এর সঙ্গে এবছরের আয়কর দেয়ার সময় ২০২১ সালের মার্চ পর্যন্ত (সাধারণত সেপ্টেম্বর পর্যন্ত সময় থাকে) বাড়ানোর প্রস্তাব রয়েছে।

খাদ্য নিরপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমদানিনির্ভর খাদ্য যেমন পেয়াজ, রসুন, আদা ও তেল আমদানির শুল্ক কমানোর পরামর্শ দেয়া হয়েছে।

কালো টাকা সাদা করার সুযোগ দিলেও তাতে উল্লেখযোগ্য ফল না আসায় চলতি অর্থবছরের বাজেটে এই সুযোগ রাখা বাদ দেয়ার সপারিশ করেছে সিপিডি। তা না হলে সৎ করদাতারা নিরুৎসাহিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status