করোনা আপডেট

মিরপুরে এক পরিবারে দুইজনের করোনা,তিন বাড়ি লকডাউন

অনলাইন ডেস্ক

৫ এপ্রিল ২০২০, রবিবার, ৪:৪৯ পূর্বাহ্ন

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় একই পরিবারে দুজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় সেখানে  দুটি ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে। আজ রোববার মিরপুর-১ নম্বর ওভারব্রিজ সংলগ্ন গলির ওই তিনটি বাড়ি লকডাউন করে দেয়া হয়।

জানা যায়, লকডাউন করা ওই তিন বাড়িতে ২৫টি পরিবার বসবাস করছেন। এলাকাটিতে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। মাইকিং করে পুরো এলাকায় সতর্ক করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

মিরপুর মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, একটি পরিবারের দুজন সদস্য জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হওয়ায় রোববার আক্রান্ত দুজন কুয়েত মৈত্রী হাসপাতালে গিয়ে ভর্তি হয়েছেন। এরপরই দুটি বহুতল ভবন ও একটি টিনশেড বাড়ি লকডাউন করা হয়েছে।তবে বিশেষ প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে প্রতি পরিবারের একজনকে বের হতে দেয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status