বিনোদন

সাবার ম্মৃতি রোমন্থন

স্টাফ রিপোর্টার

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১২:২১ অপরাহ্ন

শুটিং কিংবা মিটিং শিল্পীদের সব ব্যস্ততা তাড়িয়ে দিয়েছে করোনাভাইরাস। হাতে অঢেল সময়। সেটাও যেন কাটতেই চায় না। তাই তো ঘরবন্দি অবস্থায় অভিনেত্রী সোহানা সাবা সেসব ব্যস্ত দিনের স্মৃতি রোমন্থন করছেন। নিজের পুরোনো অভ্যাসের কথা উল্লেখ করে সাবা বলেন, যে কোনো জায়গায় গিয়েই আমার প্রথম কাজ সব গুছানো, ফিটফাট করা। যেমন, শুটিংয়ে মেকআপ রুমে ঢুকেই সবার ব্যাগ একসারিতে রেখে লোক ডেকে ঝেড়ে মুছে সব পরিপাটি করে ফেলি।

অথবা দেশের বাইরে বা ঢাকার বাইরে কাজ অথবা বেড়াতে গিয়েও হোটেল রুমে ঢুকেই সব ব্যাগ পরিপাটি করে সাজিয়ে শাওয়ার নিয়ে তারপর শান্ত হই। আগেই বলে রাখি, কোনো জার্নির শুরুতেই, সেটা গাড়ি হোক বা প্লেন আমি মাথাটা চাদর দিয়ে ঢেকে ঘুমিয়ে নিই। এজন্য ট্যুরের ক্ষেত্রে পৌঁছানোর পর আমার এনার্জির অভাব থাকে না!

অন্য কেউ খাইয়ে দিক বিষয়টি ছোটবেলা থেকেই পছন্দ করেন না সাবা। কিন্তু শুটিংয়ে এমন দৃশ্যের সময় কী করেন? সেই অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, একবার শুটিংয়ে (কাল-পাত্রের নাম বলতে চাই না) আমার কোআর্টিস্টের (আমার চাচার রোল প্লে করছিলেন) আমাকে মুখে তুলে খাওয়াতে হবে। আমি ডিরেক্টরকে বললাম, ভাইয়া চামচ দিয়ে খাইয়ে দিক? ডিরেক্টর বললেন, তাহলে তো মায়া-আদরটা ফুটবে না।


আর ডায়ালগ শেষ করে চাচা মুখে তুলে ভাত খাইয়ে দিবেন, পুরোটা একটা ছোট শটেই শেষ হবে। তারপর আমি প্রোডাকশনের লোক ডেকে আমার কোআর্টিস্টের হাত ধুইয়ে-মুছিয়ে নিলাম। কারণ ডিরেক্টরের কথা শিরধার্য। শট শুরু হলো। আমি বিছানায় মাথা নিচু করে বসে। চাচা আমার পাশে বসে ডায়ালগ আওড়াতে থাকলেন আর উনার হাত পরনের লুঙ্গিতে মুছতে থাকলেন। তারপর আমাকে মুখে তুলে দুই লোকমা ভাত খাইয়ে দিলেন।

আমি চুপচাপ দেখেও খেতে থাকলাম। কারণ শটটা কাটলে আবার আমাকে তা দিতে হবে। কি বিপদ! ডিরেক্টর আর তার সহকারীরা শটটা ‘কাট, ওকে’ বলে অট্টহাসিতে ফেটে পড়লো। কারণ ওরা সবাই আমার এই ঘ্যান ঘ্যান স্বভাবটা জানে। শুধু চাচাই বুঝতে পারলেন না। শটটা শেষ হয়েছে তো এত হাসির কি আছে! বলেন সাবা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status