খেলা

‘ক্রিকেটের ব্রাজিল পাকিস্তান’

স্পোর্টস ডেস্ক

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১১:১৮ পূর্বাহ্ন

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর কোন দেশ পারেনি বিশ্বকাপ জয়ে ব্রাজিলকে ছুঁতে। ফুটবল প্রতিভার খনি বলা হয় ব্রাজিলকে। দারুণ সব প্রতিভাবানরা দাপিয়ে গেছেন ফুটবল মাঠ। এখন মাতাচ্ছেন নেইমার। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম মনে করেন, পাকিস্তান হচ্ছে ক্রিকেটের ব্রাজিল। প্রতিভাবান খেলোয়াড় সম্পর্কে তুলনা করতে গিয়ে তিনি উদাহরণ হিসেবে টেনে এনেছেন ব্রাজিলকে। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট ধারাভাষ্যকার ও কোচ ডিন জোন্সের ইউটিউব চ্যানেলের একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি এই পেসার।

পাকিস্তান সুপার লীগের দল করাচি কিংসের কোচের দায়িত্বে রয়েছেন ডিন জোন্স। সাবেক এই অজি ব্যাটসম্যান ওয়াসিম আকরামের সঙ্গে ইউটিউব চ্যানেলের আলাপচারিতায় বলেন, ‘পাকিস্তান প্রতিভাবান ক্রিকেটারের কারখানা। আমরা অস্ট্রেলিয়ায় সবসময় আলোচনা করি, কিভাবে এত প্রতিভাবান ক্রিকেটার একটি দেশ থেকে উঠে আসতে পারে!’ ওয়াসিম তখন বলেন, ‘সত্যিকারের প্রতিভা। বলতে পারেন ক্রিকেটের ব্রাজিল পাকিস্তান।’

ওয়াসিম আমরাম, ওয়াকার ইউনুস, আব্দুল কাদির, শোয়েব আখতার, সাকলাইন মুশতাক, মুশতাক আহমেদরা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছে অসাধারণ প্রতিভার ঝলক দেখিয়ে। ফিক্সিং কান্ডে হারিয়ে যাওয়া পেসার মোহাম্মদ আসিফও ছিলেন অসাধারণ প্রতিভার অধিকারি। মোহাম্মদ আমির তো রয়েছেনই। নাসিম শাহ, মুসা খানরাও আলো ছড়াতে শুরু করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে।

ডিন জোন্সের ধারণা পাকিস্তানে ক্রিকেটের জোয়ার শুরু হয়েছে ইমরান খান যখন খেলা শুরু করেন তখন থেকে। তিনি বলেন, ‘ক্রিকেট এখানকার (পাকিস্তান) মানুষের রক্তে মিশে আছে। আশির দশকের শেষে ইমরান খান যখন খেলা শুরু করে তখন ক্রিকেটের জোয়ার শুরু পাকিস্তানে। ১৯৯২ সালে ইমরানের নেতৃত্বে পাকিস্তান যখন বিশ্বকাপ জিতল তখন সেটার বিস্ফোরণ ঘটে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান বিরল প্রতিভাবান বোলারদের উপহার দিয়েছে। যা এখনো অব্যাহত রয়েছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status