বিশ্বজমিন

যুক্তরাষ্ট্রে মৃত্যুর নতুন রেকর্ড: ‘ভয়াবহতম দুই সপ্তাহের শুরু’

মানবজমিন ডেস্ক

৫ এপ্রিল ২০২০, রবিবার, ১০:৫৭ পূর্বাহ্ন

করোনা ভাইরাস নিয়ে ভয়াবহ ভবিষ্যতের কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এখন থেকে সামনের দুই সপ্তাহ ব্যাপক সংখ্যক মানুষ মারা যাবে বলে জানান তিনি। বলেন, এই সপ্তাহ ও এর পরের সপ্তাহ হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জন্য করোনার বিরুদ্ধে সবথেকে বেশি কঠিন সময় এবং এসময় অসংখ্য মানুষের প্রাণহানি হবে। এ খবর দিয়েছে সিএনএন।
শনিবার করোনা ভাইরাস টাস্ক ফোর্সের বৈঠকে ব্রিফিং করার সময় এ কথা বলেন ট্রাম্প। এসময় তিনি আগামি দুই সপ্তাহর একটি সম্ভাব্য অবস্থা তুলে ধরেন। তবে একইসঙ্গে তিনি জানান, যদি নির্দিষ্ট কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তাহলে মৃতের সংখ্যা কম রাখা সম্ভব।
এদিকে ট্রাম্পের কথার সত্যতাও মিলতে শুরু করেছে। গত একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় এর পূর্বের ২৪ ঘন্টায় ১২২৪ জন মার্কিনি প্রাণ হারিয়েছেন। এরফলে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮৩৭৬ জনে। সিএনএনকে এই তথ্য প্রদান করেছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়।
এ থেকে আরো জানা যায়, যুক্তরাষ্ট্রে শনিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছেন প্রায় ২৮ হাজার মানুষ। এরফলে দেশটিতে আক্রান্তের সংখ্যা তিন লাখ ছাড়াল। দেশটিতে ভাইরাস বিস্তারের উপকেন্দ্রে পরিণত হয়েছে নিউ ইয়র্ক। আক্রান্তের অর্ধেক ঘটনা ঘটেছে এই শহরেই। তবে এর পাশাপাশি করোনা সংক্রমণ পাল্লা দিয়ে বাড়ছে যুক্তরাষ্ট্রের অন্য শহরগুলোতেও। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শনিবার এক বিবৃতিতে জানান, তার প্রদেশে করোনার সংক্রমণ ১২০০০ ছাড়িয়েছে। একদিনেই বেড়েছে ১২.৪ শতাংশ আক্রান্ত। প্রদেশটিতে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এরমধ্যে ২৩০০ জন। তাদেরমধ্যে ১০০৮ জনের জন্য আইসিউ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status