বাংলারজমিন

কুমিল্লায় ৩৪ নমুনার মধ্যে ৯টি নেগেটিভ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

৪ এপ্রিল ২০২০, শনিবার, ৯:৫৮ পূর্বাহ্ন

করোনা   ভাইরাসে   আক্রান্তের   ঝুঁকি   এড়াতে   কুমিল্লায়   হোমকোয়ারেন্টাইনে   থাকা   সন্দেহভাজন   নমুনা   সংগ্রহকারী   ৩৪   ব্যক্তিরমধ্যে ৯ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকিদের এখনও রিপোর্ট প্রকাশিত   হয়নি।   এমনকি   নতুন   করে   কোনো   নমুনাও   সংগ্রহ   করাহয়নি। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা সিভিলসার্জন। কুমিল্লা   সিভিল   সার্জন   ডা.   মো.   নিয়াতুজ্জামান   জানান,প্রধানমন্ত্রী   এবং   সরকারি   রোগতত্ত্ব,   রোগনিয়ন্ত্রণ   ও   গবেষণাপ্রতিষ্ঠানের (আইডিসিআর) নির্দেশনা অনুযায়ী গত বৃহস্পতিবারও শুক্রবার জেলার ১৭টি উপজেলার মধ্যে প্রতিটি উপজেলা থেকে দুইটি করেনমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠানো হয়। এর মধ্যে শনিবারবিকাল পর্যন্ত ৯ জনের রিপোর্ট এসেছে এবং এগুলোর মধ্যে সবগুলোই নেগেটিভ। বাকীগুলোর নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট পাওয়ার পর জানানো যাবে।  তিনি  আরো   বলেন,  কুমিল্লায়   করোনা  ঝুঁকি  এড়াতে  হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় যাদের সর্দি ও কাশি এবং জ্বর রয়েছে তাদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ আছে কি-না তা যাচাই করে দেখারজন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status