খেলা

জেমি ডে’র পর শ্রমজীবী মানুষের পাশে স্টুয়ার্ট ওয়াটকিস

স্পোর্টস রিপোর্টার

৪ এপ্রিল ২০২০, শনিবার, ৮:১৫ পূর্বাহ্ন

পুরো দেশ এখন লকডাউনে। আর এ কারণেই বন্ধ হয়ে গেছে খেটে খাওয়া মানুষের আয়। রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। এসব শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লকডাউন শুরুর দিন থেকে ৩০০ মানুষের মাঝে খাবার পরিবেশন করে যাচ্ছে সংস্থাটি। এই কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছে ফিফা ও এএফসি। চারদিন আগে এই কার্যক্রমে যোগ দিয়েছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ কোচ জেমি ডে। একবেলা খাবারের স্পন্সর করে এই মহতী উদ্যোগে নিজেকে সামিল করেন তিনি। এবার তারই দেখানো পথে হাঁটতে যাচ্ছেন তারই সহকারী ও বাফুফের ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর স্টুয়ার্ট ওয়াটকিস। রবিবারের খাবারের খরচ দেবেন তিনি।
বাফুফের এই কার্যক্রমে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে ওয়াটকিস বলেন, করোনা মহামারি পুরো পৃথিবী আজ অসহায়। বেশি খারাপ অবস্থায় আছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ। এসব মানুষের পাশে দাঁড়িয়ে বাফুফে অসাধারণ এক দৃষ্টান্ত স্থাপন করেছে। সেখানে শামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। সামর্থ্যবান সবাইকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে আহ্বানও জানিয়েছেন জাতীয় দলের এই সহকারী কোচ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, জেমি ডে’র পর স্টুয়ার্ট আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। ওই স্পন্সরে রবিবার দুপুরে তিন’শ খেটে খাওয়া মানুষ খাবার পাবে।
অস্ট্রেলিয়ান পল স্মলি চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পান স্টুয়ার্ট ওয়াটকিস। যিনি বর্তমানে জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। আগামী ৩০শে মে পর্যন্ত ওয়াটকিস বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পদে থাকতে পারবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status