বাংলারজমিন

হবিগঞ্জে ডাক্তার ও প্রশাসনের সাথে বিএম’র বৈঠক

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ থেকে

৪ এপ্রিল ২০২০, শনিবার, ৮:১৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে সরকারী-বেসরকারী হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করণের লক্ষ্যে ডাক্তার ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে জরুরী বৈঠক করেছে বিএমএ। শনিবার দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতাল সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমএ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. একে এম মুস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদার, বিএমএ সহ-সভাপতি ডাঃ  অসিত রঞ্জন দাস, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্জ্বল, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম প্রমূখ। সভায় জেলার সকল সরকারী ও বেসরকারী হাসাপাতাল ও ক্লিনিকের চিকিৎসকরা উপস্থিত ছিলেন। সভায় জেলার সকল সরকারী-বেসরকারী হাসপাতালে চিকিৎসকদের সেবা নিশ্চিত করণের জন্য ডাক্তারও ক্লিনিক মালিকদের নির্দেশনা প্রদান করা হয়। পরে ঢাকাস্থ জালালাবাদ এ্যাসোসিয়েশন এর সৌজন্যে চিকিসকদের মাঝে ১শ’  পিপিই বিতরণ করা হয়। বিএমএ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মুশফিক হোসেন চৌধুরী বলেন, প্রত্যেক ক্লিনিকে কমপক্ষে ২টি করে করোনা রোগীর বেড রাখতে হবে। ক্লিনিক মালিকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, আপনারা ব্যবসা করে আসছেন, করেন। তবে জাতির এ ক্লান্তিলগ্নে সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। এসময়ে ব্যবসার দিক বিবেচনা না করে ত্যাগী মনোভাব নিয়ে সেবা নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ‘আমাদের জেলা প্রশাসক বলেছেন, দায়িত্ব পালন করতে গিয়ে আমি যদি মরেও যাই তাতেও যদি অনেকের প্রাণ বাঁচে আমি দায়িত্ব পালন করে যাব’। তাই আমাদের সকলকে ঝুকির মূখেও মানুষের জন্য কাজ করতে হবে। আমাদের ভয় পেলে চলবেনা। আমাদের দিকে সারাদেশ চেয়ে আছে। তবে আমরা চিকিৎসকদের সুরক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী আছে। আপনারা চিকিৎসাসেবা চালিয়ে যান। আমরা আপনাদের যখন যা প্রয়োজন তা ব্যবস্থা করব। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেক হাসিনা কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করছেন। আমরাও চিকিৎসাসেবা নিশ্চিত করে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status