শিক্ষাঙ্গন

করোনা মোকাবিলায় এক দিনের বেতন দিবে রাবি শিক্ষকরা

রাবি সংবাদদাতা

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৫:৫২ পূর্বাহ্ন

করোনা ভাইরাস দূর্যোগের সময় সাধারণ খেটে খাওয়া মানুষদের মাঝে একদিনের বেতন সমপরিমাণ অর্থের ত্রাণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি।  শুক্রবার দুপুরে এ তথ্য   জানিয়েছেন   রাবি   শিক্ষক   সমিতির   সাধারণ   সম্পাদক   আশরাফুল আলম।এ   বিষয়ে   আশরাফুল   আলম   বলেন,   ‘করোনা ভাইরাসের   সংক্রমণ রোধে বিশ্বব্যাপী চলছে লকডাউন। প্রায় সবাই আছেন ঘরবন্দি। ফলে বাংলাদেশের সাধারণ   খেটে   খাওয়া   মানুষরা   পড়েছে   খাদ্য   সংকটে।   এই   পরিস্থিতি মোকাবিলায়   প্রধানমন্ত্রী   সবাইকে   এগিয়ে   আসার   অনুরোধ জানিয়েছেন। আমরা তাদের জন্য কিছু করাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের   সভাপতি,   ইনস্টিটিউটের   পরিচালকদের   মাধ্যমে   সকল   শিক্ষকদের কাছে চিঠি ইস্যু   করি। ইতিমধ্যে অধিকাংশ  শিক্ষক সাড়া দিয়েছে।বাঁকিরা হয়ত আগামী দুই বা একদিনের মধ্যে জানাবে।’তিনি   আরো   বলেন,  ‘বর্তমানে  এই  টাকা  আমরা  বিশ্ববিদ্যালয় থেকে নেবো। পরবর্তী চার মাসের বেতন থেকে সমপরিমাণ টাকা কিস্তিতে কর্তন হবে।’
প্রসঙ্গত,   গত   ১   এপ্রিল   করোনা   মোকাবিলায়   প্রধানমন্ত্রীর   ত্রাণতহবিলে এক কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়প্রশাসন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status