খেলা

লকডাউনে আটকে গেল ‘লেসবিয়ান’ ক্রিকেটারের বিয়ে

স্পোর্টস ডেস্ক

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ৩:৪৯ পূর্বাহ্ন

লিজল লি (ডানে) ও তানজা ক্রনিয়ে

করোনা ভাইরাসের কারণে দক্ষিণ আফ্রিকা জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। আর তাতেই বিয়ে আটকে গেছে প্রোটিয়া নারী ক্রিকেটার লিজেল লি’র। লি একজন লেসবিয়ান (সমকামী)। আরেক প্রোটিয়া সমকামী ক্রিকেটার তানজা ক্রনিয়ের সঙ্গে প্রায় ৪ বছরের সম্পর্ক তার। ১০ই এপ্রিল বিয়ে হওয়ার করার কথা ছিল এই জুটির। কিন্তু দক্ষিণ আফ্রিকায় লকডাউনের ১৫তম দিন পূর্ণ হবে সেদিন।

লি এখন আরমেলোর ফার্মিং টাউনে তার বাবা মায়ের সঙ্গে আছেন। সময় কাটাতে ২০০০ টুকরোর একটি পাজল মিলাচ্ছেন গত বৃহস্পতিবার ২৮ বছরে পা রাখা এই ওপেনার।

ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল লি’র দক্ষিণ আফ্রিকা। দুর্ভাগ্যজনকভাবে ছিটকে যায় তারা। বৃষ্টির কারণে ভারত-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়। রিজার্ভ ডে ছিল না। নিয়মানুযায়ী, গ্রুপ পর্বে বেশি ম্যাচ জেতায় ভারত উঠে যায় ফাইনালে।

টুর্নামেন্টে ৪ ম্যাচে এক সেঞ্চুরিতে ১১৯ রান সংগ্রহ করেন লি। থাইল্যান্ডের বিপক্ষে ১০১ রানের দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। টি-টোয়েন্টিতে এটি তার সর্বোচ্চ ইনিংস। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১ টেস্ট, ৮২ ওয়ানডে ও ৭৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন লি। অন্যদিকে ২৪ বছর বয়সী তানজা ক্রনিয়ে এখনো জাতীয় দলে খেলার সুযোগ পাননি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status