বাংলারজমিন

রাঙ্গাবালীতে দুস্থদের পাশে ‘এন্টি করোনা ইয়ুথ সোসাইটি’

পটুয়াখালী প্রতিনিধি

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১১:৩৫ পূর্বাহ্ন

পুরো দেশর জনগণ যখন করোনাভাইরাসে আতঙ্কে আতঙ্কিত ঠিক তখনই দক্ষিণাঞ্জলের নদীবেষ্টিত উপজেলা রাঙ্গবালীর মানুষের সচেতনার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হলো ‘এন্টি করোনা ইয়ুথ সোসাইটি রাঙ্গাবালী’। সংগঠনটি প্রতিনিয়ত মানুষের দারে দারে পৌছে দিচ্ছে করোনাভাইরাস প্রতিরোধের বিভিন্ন তথ্য। এবং দুস্থ ও অসহায় মানুষদেরকে তাদের নিজেদের অর্থে দেয়া হচ্ছে মাক্স, সাবান, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী।
জানা যায়, ২৫ সদস্য বিশিষ্ট ওই সংগঠনের সকলেই দিনরাত অক্লান্ত পরিশ্রম করে এলাকার মানুষের সচেতনতার লক্ষ্যে। বিভিন্ন যায়গায় করা হচ্ছে জীবানুনাশক স্প্রে এবং সতর্কতা মুলক আঞ্চলিক ভাষায় মাইকিং, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ। যুবকদের এসকল কার্যক্রমে সুধুবাদ জানাচ্ছে এলাকর সচেতন মহল। সকল কজে সর্বাত্বক সহযোগীতা করছে উপজেলা প্রশাসন।

এ বিষয় জানতে চাইলে টিমের উদ্যোক্তা আল-আসাদ বলেন, করোনা কোনো সাধারণ বিষয় নয়। বিষয়টি এখনও যারা অবহেলা করছেন তারা আগামিতে এর ফল ভোগ করবেন। নিজে সচেতন থেকে লাভ নেই। অন্যকেউ সচেতন করতে হবে। অন্যথায় একসাথে ডুবে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। তাই সাধারণ মানুষের কথা বিবেচনা করে আমার এই উদ্ধোগ গ্রাহণ করছি। সংগঠনের প্রতিটি সদস্য আর্থিক ও শাররীক ভাবে এতে সহযোগীতা করছে। আমাদের সকল সদস্যদের দাবি সকলের সার্বিক সহযোগিতা পেলে পরবর্তীতে টিমটিকে ‘এন্টি ইয়ুথ সোসাইটি রাঙ্গাবালী’ নামে সংগঠনে রূপান্তরিত করার।

সংগঠনের আর এক সদস্য ইস্তিয়াক হাওলাদার ইভান বলেন, আমরা জনগণের স্বার্থে কাজ করছি। জনসচেতনাই আমাদের লক্ষ্য। যেহেতু রাঙ্গাবালী একটি প্রত্যান্ত অঞ্চল। এই এলাকায় মানুষকে জনসচেতন করতে হবে। তাই বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি মানুষকে সচেতন করছি। নিজেদের অর্থে মাক্স, সাবান, হ্যান্ড স্যানিটাইজার সহ বিভিন্ন সামগ্রী দিচ্ছি। আমরা চাই এলাকার প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে এগিয়ে আসুক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status