বাংলারজমিন

মির্জাগঞ্জে খাবার নিয়ে দ্বারে দ্বারে ইউএনও

 মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি

৩ এপ্রিল ২০২০, শুক্রবার, ১০:৫২ পূর্বাহ্ন

 করোনা আতঙ্কে বাড়ী থেকে বের হতে পারছেন না খেটে খাওয়া দিনমজুররা। বাড়ীর বাইরে যেতে না পারায় তাদের দিন কাটছে অনাহারে। পটুয়াখালীর মির্জাগঞ্জে এসব খেটে খাওয়া শ্রমিক, গরীবও অসহায় লোকদের বাড়ি বাড়ি গিয়ে রাতের আধারে খাদ্য সামগ্রী পৌছে দিলেন ইউএনও । বৃহস্পতিবার রাতে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার হোসেন গাড়ীতে করে চাল, ডাল, লবন, আলু,সাবান,তেলসহ নিত্যপন্য খাবার সামগ্রী পৌছে দিয়েছেন উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় খেটে খাওয়া দিনমজুরদের বাড়ী বাড়ী। তুলে দিচ্ছেন খাবার সামগ্রী।
খাবার পেয়ে আনন্দে চোখের পানি ঝড়িয়েছেন অনেকের। খাবার সামগ্রী বিতরণকালে সঙ্গে ছিলেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃসানাউল মোর্শেদ,কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন,শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দিন ওলীদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক মোঃ আল- আমিনসহ সাংবাদিকবৃন্দ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status