খেলা

৯০ বছর পর আবার একদিনে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড?

স্পোর্টস ডেস্ক

২ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:২১ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের প্রকোপে স্তব্ধ বাইশ গজ। স্থগিত হয়ে গেছে বেশ কিছু সিরিজ। চলমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা অজানা। স্থগিত সিরিজসহ পূর্বনির্ধারিত সূচিতে রয়েছে অনেক সিরিজ ও টুর্নামেন্ট। ক্রিকেট আবার মাঠে গড়ালে কিভাবে তা সম্পন্ন করা হবে সেটা নিয়ে চলছে বিশ্লেষণ। আসছে চমকপ্রদ প্রস্তাবও। সময় মেলাতে ইংল্যান্ডের লাল ও সাদা বলের দুই দলকে একই দিনে দুটি আলাদা ভেন্যুতে খেলতে দেখা যেতে পারে। এর আগে ১৯৩০ সালে প্রথম ও শেষবার এক দিনে ইংল্যান্ডের ভিন্ন দুটি দলকে আন্তর্জাতিক ম্যাচ খেলতে দেখা গিয়েছিল। সে বছরের জানুয়ারিতে ইংল্যান্ডের দুটি দল একইসঙ্গে টেস্ট খেলেছিল ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডে! ১৯২৬ সালে টেস্ট মর্যাদা পাওয়া দেশ দুটি তখন খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছিল না। নবীন দেশ দুটিকে বেশি ম্যাচ খেলার সুযোগ করে দিতেই ইংল্যান্ডের দুটি দল খেলেছিল একই দিনে।

৯০ বছর পর আবারো এক দিনে দুই ম্যাচ খেলার সিদ্ধান্ত আসলে তাতে সমর্থন থাকবে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ওয়েন মর্গ্যানের। তিনি বলেন, ‘এই অভূতপূর্ব পরিস্থিতিতে আমি প্রতিটি বিকল্পকে কার্যকর হতে দেখতে পাচ্ছি। এর আগে কখনো আমার এরকম (একদিনে দুই ম্যাচ) কিছুর অভিজ্ঞতা হয়নি। অন্য কারও হয়েছে বলেও আমার মনে হয় না। যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে সব খেলোয়াড় তাতে সমর্থন দেবে বলে আমার বিশ্বাস। আমিও পছন্দ করবো এটা।’

আগামী ২৮শে মে পর্যন্ত সব ধরনের ক্রিকেট স্থগিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সামনে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ আছে ইংল্যান্ডের। পাকিস্তানের সঙ্গে সীমিত ওভারের সিরিজও খেলবে তারা। আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাওয়ার কথা আছে অস্ট্রেলিয়ারও। তবে চলমান সংকটে ভীষণ চিন্তিত মর্গ্যান খেলার কথা ভাবনাতেই আনতে পারছেন না। বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, ‘এই মুহূর্তে সময়গুলো অনিশ্চিত। ভাইরাসটি কেমন প্রভাব ফেলবে, এর সংক্রমণ আরো বাড়বে কি না, মানুষ এসব দেখার অপেক্ষায় আছে। এই পরিস্থিতিতে খেলার কথা ভাবার প্রশ্নই আসে না।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status