খেলা

জন্মদিনে দুস্থ-অসহায়দের পাশে জাহানারা

স্পোর্টস রিপোর্টার

১ এপ্রিল ২০২০, বুধবার, ৬:৫০ পূর্বাহ্ন

 

জাতীয় নারী ক্রিকেট দলের পেসার জাহানারা আলমের আজ ২৭তম জন্মদিন। দিনটি ঘরে বসে কেক কেটে পার করেননি তিনি। হাতে খাবারের প্যাকেট নিয়ে নেমেছেন রাস্তায়। ৬০টি দরিদ্র পরিবারের জন্য দিয়েছেন নিত্যপ্রয়োজনীয় খাবার। যেখানে ছিল চাল, ডাল, তেল, আলু ও সামান। দুই দিন আগেই তিনি মানবজমিনকে জানিয়েছিলেন অন্তত ৫০ পরিবারের পাশে থাকতে চান। নিজের অর্থে এসব খাবার সরবরাহ করেছেন তিনি। নিজেই তা প্যাকেট করেছেন। কারণ করোনা ভাইরাস আতঙ্কে তার গোটা পরিবারই চলে গেছে গ্রামের বাড়িতে।

করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে। দেশে চলছে সাধারণ ছুটি। লকডাউন পরিস্থিতিতে খেটে খাওয়া সাধারণ মানুষেরা এখন সবচেয়ে বেশি বিপদে। তবে তাদের পাশে দাঁড়িয়েছেন সমাজের সামর্থ্য ও বিত্তবানরা। পুরষ ক্রিকেটাররা যে যার সামর্থ্যানুযায়ী করে যাচ্ছেন। এগিয়ে এলেন জাতীয় দলের নারী ক্রিকেটার জাহানারাও। তিনি বলেন, ‘শুরুতে ৫০টি পারিবারের জন্য দেবো বলেছিলাম। তবে দেখলাম ৬০টি পরিবারকে দেয়ার মত জিনিস হয়েছে। যা দিয়েছি তা অতি সামান্য। তবে অন্তত এক সপ্তাহ একটি পরিবার চলতে পারবে। ঢাকায় আমি একা, তাই খুব বেশি কিছু করতে পারিনি। আজ জন্মদিন আমার। যে কারণে মনে হয়েছে এমন দিনে মানুষের জন্য কিছু করি।’

এমন মহতী উদ্যোগের আরো একটি কারণ জানিয়েছেন জাহানারা। তিনি বলেন, ‘আমরা তো ক্রিকেট খেলি মানুষের জন্য। বিশেষ করে সাধারণ মানুষ আমাদের অনেক সাপোর্ট করেন। তাদের এখন বিপদ, যদি এই সময় তাদের পাশে দাঁড়াতে না পারি তবে কবে দাঁড়াবো? আমি চেয়েছিলাম নীরবেই এই গরীর মানুষগুলোর পাশে থাকতে। পরে ভেবে দেখলাম, আমি দিচ্ছি এটা দেখে যদি আরো অনেকে অনুপ্রাণিত হয়, তাহলে আরো অনেকে এই বিপদে বেঁচে থাকার জন্য কিছুটা হলেও সাহায্য পাবেন।’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status