অনলাইন

করোনা মোকাবেলায় ঘাটাইলে নানা কর্মসূচি

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১:৫৬ পূর্বাহ্ন

করোনাভাইরাসের (কবিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব রোধে টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ, এনজিও এবং বিভিন্ন সামাজিক সেচ্ছেসেবি সংগঠন লাগাতার নানাবিধ প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করছেন। এ সকল কার্যক্রমের মধ্যে যেমন রয়েছে সচেতনতামূলক কর্মসূচী, তেমনই রয়েছে কঠোর হাতে জনসমাগম রোধের দ্রুত কার্যকরী পদক্ষেপ।  পৌরসভার নানান বাজার, অলিগলিতে হ্যান্ড মাইক নিয়ে জনগণকে সচেতন করে তুলতে এবং মানুষকে নিজ গৃহে অবস্থান নিয়ে থাকতে উদ্বুদ্ধ করতে। মঙ্গলবার  সরেজমিনে দেখা যায়, এক অচেনা শহরে পরিণত ঘাটাইল পৌর শহর ও উপজেলার অন্যান্য অঞ্চল। সব ধরনের গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা এবং দোকানপাট বন্ধ থাকায় এখন কার্যত এক ভুতুড়ে নগরে রূপান্তরিত ঘাটাইল। আজ থানা পুলিশের সদস্যদের গাড়ি ও মোটরসাইকেল নিয়ে এলাকায় টহল দিয়ে জনগণকে
সতর্ক করতে দেখা যায়। তবে সোমবার পৌরসভার রাস্তায় কিছু অটো রিকশা, সিএনজি, মোটরসাইকেল সিমিত আকারে চলাচল
করতে দেখা গেছে। কাজের তীব্রতায় কিছু লোকজনও রাস্তায় বের হচ্ছেন। এদিকে ঘাটাইলের মেইন রোড, বাজার রোডের সকল ধরণের দোকানপাট বন্ধ রয়েছে। ওষুধের দোকান ছাড়া আর কোন ধরণের দোকানপাট খোলা নেই। লোকজন রাস্তায় খুব কম
দেখা গেছে, তারা বাসা বাড়িতেই অবস্থান নিয়ে আছেন। ঘাটাইল পৌরসভায় জনগণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখার তদারকিতে সক্রিয় রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর টহল দল, আইন শৃঙ্খলাবাহিনী এবং স্বেচ্ছাসেবী সদস্যরা। পৌরসভা, প্রশাসন এবং বাজার সমিতির পক্ষ থেকে সকল দোকানপাট, বাজার, যান চলাচল বন্ধ রাখার জন্য ব্যাপক প্রচার প্রচারণা চালানো হয়। ঘাটাইল পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহীদ হ্যান্ডমাইক নিয়ে দিনরাত পৌর এলাকার নানা জায়গায় ঘুরে ঘুরে জনগণকে সচেতন করছেন। তিনি কিছু স্বেচ্ছাসেবীদেরও দায়িত্ব দিয়েছেন মানুষকে সচেতন করতে। গতকাল থেকে পৌরসভার ট্রাকে করে পানি ও জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা করেছেন বলে মানবজমিনের কাছে স্বীকার করেছেন। করোনাভাইরাস রোধে চলমান নানাবিধ কর্মসূচী নিয়ে মানবজমিনের সাথে মঙ্গলবার কথা হয় ঘাটাইল পৌর মেয়রের। তিনি সে সময় আশ্বস্ত করেন, জনগণকে সচেতন করতে আমাদের নিশ্ছিদ্র কার্যক্রম অব্যাহত রয়েছে। ইতোমধ্যে ঘাটাইল পৌরসভা করোনা মোকাবেলায় নানা কর্মসূচী বাস্তবায়ন করছে। তিনি তাদের নানা কার্যক্রম মানবজমিনের নিকট তুলে ধরেন।
কর্মসূচীর মধ্যে রয়েছে: করোনাভাইরাসের (কবিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব রোধে পৌরসভার পক্ষ থেকে ইতোমধ্যে প্রায় ১০
হাজার লিফলেট বিতরণ করা হয়েছে ওয়ার্ড ভিত্তিক পৌর কাউন্সিলরদের মাধ্যমে। এতে করে মানুষের মধ্যে একটি ভালো সচেতনতার সৃষ্টি হয়েছে।পৌরসভার কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবীদের মাধ্যমে প্রায় তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে পৌর এলাকায়।  আমরা তরুণ যুবকদের নিয়ে একটি শক্তিশালী  স্বেচ্ছাসেবী টীম গঠন করেছি। এই টীমের সদস্যরা নানা জায়গায় জীবাণুনাশক ছিটাচ্ছেন এবং হ্যান্ড মাইকে সচেতনতা এবং করনীয় শীর্ষক প্রচারণা চালাচ্ছেন।  ঘাটাইল পৌরসভায় যেসব কাঁচা বাজারগুলো রয়েছে সেগুলো সীমিতভাবে সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে। কোনভাবেই এই সময়ের পর কাঁচা বাজার খোলা রাখা যাবে না বলে তিনি জানান। আমাদের পৌরসভার নিজস্ব গাড়িতে পানির ট্যাংক বসিয়ে
সেটি দিয়ে পৌরসভার প্রধান সড়ক, বাজার ও জীবাণু থাকতে পারে এমন সম্ভাব্য জায়গায় জীবাণুনাশক ছিটানোর কার্যক্রম হাতে নিয়েছি। গতকাল রোববার থেকে এই কার্যক্রম চলছে। পরিস্থিতি অনুকুলে না আসা। পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। ঘাটাইল পৌরসভার সদর এলাকার জন্য দুইটি এবং প্রতি ওয়ার্ডের জন্য একটি করে আমরা মোট ১১টি স্প্রে মেশিন কিনেছি। সেগুলো দিয়ে পৌরসভার কর্মচারী এবং প্রতি ওয়ার্ড কাউন্সিলরদের নিজস্ব তত্ত্বাবধানে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এ কার্যক্রমে কাউন্সিলরগণ সার্বিক সহযোগিতা করছেন বলে তিনি জানান। পৌরসভার নিজস্ব তহবিল এবং বন্ধুসুলভ দানবীরদের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পৌরসভার নিঃস্ব, অসহায়, দিনমজুর, বুভুক্ষ মানুষদের নগদ আর্থিক সহযোগিতা করা হচ্ছে। এই কার্যক্রমে পৌরসভার অন্তত এক হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানান তিনি। আমি নিজস্ব হ্যান্ড মাইক নিয়ে দিনরাত প্রচারণা চালাচ্ছি। জনগন আমাদের কথা শুনে সে অনুযায়ী নিজেদের ও পরিবারকে সুরক্ষিত রাখতে ব্যবস্থা নিচ্ছেন। এছাড়া কোথাও বাজার বা দোকানপাট খোলা থাকার সংবাদ পেলে সাথে সাথে দ্রুত সেখানে গিয়ে তাদের বুঝিয়ে জনসমাগম বন্ধর পদক্ষেপ নিচ্ছি। করোনাভাইরাসের (কবিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব রোধে এসব নানা কর্মসূচীর সফল বাস্তবায়নে নিজেদের ইচ্ছাশক্তির কোন ঘাটতি নেই জানিয়ে মেয়র শহিদুজ্জামান খান শহীদ মানবজমানকে জানান, সরকারের নির্দেশিত নানা কর্মসূচী বাস্তবায়ন করতে আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। যেকোন পরিস্থিতি মোকাবেলায় আমাদের টীম কার্যকরী ভুমিকা রাখবে। তিনি জনগণকে সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে নিজ গৃহে অবস্থান নিয়ে থাকার উদাত্ত আহবান জানান।
তিনি বলেন, আমাদের ঘাটাইল তথা টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রান্ত কোন রোগীর সন্ধান পাওয়া
যায়নি। এই বিষয়টি একটি আশ্বস্ত হওয়ার মতো বিষয়। এছাড়াযেকোন ধরণের সমস্যার জন্য জনগণকে সরাসরি তার
সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি। আমাদের দেশ ও পৌরসভার নানা বাস্তবিক সীমাবদ্ধতা ও
দুর্বলতা রয়েছে এবং সরকারের একার পক্ষে এই সমস্যা সমাধান করা যথেষ্ট নয় জানিয়ে পৌর মেয়র মানবজমিনকে বলেন প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে  জনগণের জীবন রক্ষার্থে আমাদের চেষ্টার কোন ত্রুটি হবে না। আমরা সাধ্যমতো সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করছি। তবে এই দুর্যোগঅনেকদিন বলবত থাকলে সেটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কষ্টসাধ্য
হয়ে যাবে। এ সময় তিনি এই অভূতপূর্ব দুর্যোগ কাটিয়ে উঠতে সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার উদাত্ত আহবান জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status