বিশ্বজমিন

করোনা: বৃটিশ কাউন্সিলের অধীনে আন্ডারগ্রাজুয়েট ল’ পরীক্ষা বাতিল

মানবজমিন ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১:৪৬ পূর্বাহ্ন

বৃটিশ কাউন্সিলের অধীনে মে/জুন মাসে অনুষ্ঠেয় ‘আন্ডারগ্রাজুয়েট ল’ পরীক্ষা বাতিল হয়ে গেছে। যে সময়ে এই পরীক্ষা হওয়ার কথা, সেই সময়ে অনেক দেশেই তা নেয়া সম্ভব হবে না বলে বিষয়টি পরিষ্কার হয়েছে।  ইউনিভার্সিটি অব লন্ডন থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ৩০ শে মার্চ দেয়া ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ক্রমশ এটা পরিষ্কার হচ্ছে যে, আমরা শুধু মে/জুনের পরীক্ষা অক্টোবর পর্যন্তই স্থগিত করছি এমন না। একই সঙ্গে এ বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে যে, অক্টোবরের পরীক্ষাও যথাযথ সময়ে নেয়া সম্ভব হবে কিনা তা নিয়ে। এতে আরো বলা হয়েছে, বৈশ্বিক পরিবর্তিত অবস্থা এবং প্রেক্ষাপট আমরা একটি ব্যতিক্রমী সময়ে। আমরা স্বীকার করছি, এ বছর পরীক্ষা নেয়াটা হবে একটি চ্যালেঞ্জ। দূরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও একই অবস্থা। তাছাড়া রয়েছে ইন্টারনেটের সীমিত সুযোগ। ‘ফলে আপনাদের কাছ থেকে ইন্টারনেটেও এ পরীক্ষা নেয়া সহজসাধ্য হবে না। এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা আপনাদের অনেকের পক্ষেই চ্যালেঞ্জের। আপনার ব্যক্তিগত এবং পারিবারিক অবস্থার প্রেক্ষিতে আপনার অগ্রাধিকারও অন্যকিছু হতে পারে। আমাদের মনে আছে যে, আপনাদের অনেকেই এই পরীক্ষাটি সম্পন্ন করতে চান। অনেক ক্ষেত্রেই এলএলবি শেষ করতে চান এবং জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে চান।’

 বিবৃতিতে আরো বলা হয়, আমরা এটা স্বীকার করি যে, এ বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি পরীক্ষা নেয়ার ব্যবস্থাকে পাল্টে দেয়ার নানা রকম উদ্যোগ নিয়েছে। তাদের  থেকে আমরা অনেকটা ব্যতিক্রমী অবস্থানে। আমরা অনেক বিকল্প নিয়ে বিবেচনা করছি। আমাদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে নির্দেশনায় রাখা হয়েছে যে, আমরা যে শিক্ষা গ্রহণ করি তার স্বীকৃত একটিই উপায় হলো পরীক্ষা। পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন আমাদেরকে সন্তুষ্ট করে যে, শিক্ষাগত যোগ্যতার মানদন্ড অর্জিত হয়েছে। একজনের যোগ্যতার এটা একটি নিরাপদ রক্ষাকবচ। পেশাদার আইনি বিভিন্ন পরিষদের জন্য এটা প্রয়োজনীয়।

তাই জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষা হবে অনলাইনে ভিএলই মাধ্যমে। এক্ষেত্রে প্রশ্নপত্র থাকবে অপরিবর্তিত। যথারীতি একই সংখ্যক প্রশ্ন থাকবে। তবে পরীক্ষা হবে মাত্র দু’ঘন্টার। এতে একজন শিক্ষার্থীকে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে কমপুলসারি বা অবশ্যই ‍উত্তর করতে হবে এমন প্রশ্ন বা প্রশ্নের অংশবিশেষ থাকতে পারে। তবে জুলাই মাসের মূল্যায় পরীক্ষার টাইমটেবিল প্রকাশের সময় এ বিষয়ে জানিয়ে দেয়া হবে। ইত্যবসরে শিক্ষার্থীদেরকে অতীতের প্রশ্নগুলো ব্যবহার করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষার জন্য মধ্য এপ্রিলে টাইমটেবিল প্রকাশিত হবে।

 

  

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status