বিশ্বজমিন

ইজিজেটের পর বৃটিশ এয়ারওয়েজ

মানবজমিন ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১২:৫২ অপরাহ্ন

ইজিজেটের পর এবার গ্যাটউইক থেকে করোনা ভাইরাসের কারণে আজ সমস্ত রকম ফ্লাইট বাতিল করেছে বৃটিশ এয়ারওয়েজ। তাদের কোনো ফ্লাইট সেখান থেকে ছেড়ে যাচ্ছে না, আবার সেখানে কোনো ফ্লাইট আসছেও না। সব বিমান রয়েছে ভূ-তল স্পর্শ করে। অর্থাৎ গ্যাটউইকে সব অপারেশন বন্ধ করেছে বৃটিশ এয়ারওয়েজ। তারা এখন শুধু হিথরো বিমানবন্দরে তাদের সেবার দিকে মনোযোগ দিয়েছে। এর আগে সোমবার গ্যাটউইক থেকে ইজিজেট তাদের ৩৩০টি বিমানের সবটাকে গ্রাউন্ডেড রাখে। অর্থাৎ এগুলো মাটি থেকে উপরে ওঠেনি। করোনা ভাইরাসের কারণে শুধু বৃটেন নয়, ইউরোপ, যুক্তরাষ্ট্রসহ মধ্যপ্রাচ্যের বেসামরিক বিমান চলাচলের ওপর ভয়াবহ এক প্রভাব বিস্তার করেছে। বৃটেনের ওয়েস্ট সাসেক্স বিমানবন্দর থেকে ইউরোপ, আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোতে ফ্লাইট পরিচালনা করে জেটএয়ারওয়েজ। এরই মধ্যে বোর্নিমাউথ, গ্লাসগো এবং কার্ডিফে তাদের সব বিমান স্থবির হয়ে আছে। তবে তারা লন্ডনের হিথরোতে কিছু ফ্লাইট এখনও চালু রেখেছে। ইজিজেট তাদের ৩৩০টি বিমানের পুরোটাই গ্রাইন্ডেড করার কয়েক ঘন্টা পরে গ্যাটউইকে কার্যক্রম আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বৃটিশ এয়ারওয়েজ। এ মাসের শুরুতে এই বিমান সংস্থাটির মালিকা প্রতিষ্ঠান আইএজি ঘোষণা দিয়েছিল পরবর্তী দু’মাসে তাদের সব ফ্লাইটের চার ভাগের মধ্যে তিন ভাগ কমিয়ে আনা হবে। পরিচালনা খরচ কমাতে এবং অর্থের প্রবাহ উন্নত করার জন্য তারা পদক্ষেপ নিচ্ছে বলে জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status