করোনা আপডেট

‘করোনায় সর্বোচ্চ সংকট মোকাবেলায় প্রস্তুত যুক্তরাষ্ট্র’

মানবজমিন ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১১:১৩ পূর্বাহ্ন

করোনা ভাইরাসে সবথেকে ভয়াবহ পরিস্থিতি মোকাবেলার জন্য এখন ‘দারুণভাবে’ প্রস্তুত যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজে দেয়া এক ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সাময়িক সংকট কাটিয়ে দেশে এখন পর্যাপ্ত ভেন্টিলেটরস রয়েছে বলে জানান তিনি। বলেন, যুক্তরাষ্ট্রের অন্তত ১০টি কোম্পানি এখন চিকিৎসা সরঞ্জাম তৈরি করছে। দেশের চাহিদা মিটিয়ে যুক্তরাষ্ট্র এখন বিদেশেও রপ্তানি করতে পারবে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাস মানুষের ফুসফুসে আক্রমণ করে। ভেন্টিলেটর ফুসফুস সচল রাখতে সাহায্য করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় ১ লাখ ৭০ হাজার মানুষ। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি। দেশটিতে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক শহর। সেখানে প্রাণ হারিয়েছেন প্রায় এক হাজার মানুষ। গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছারিয়ে গেছে। এখন মৃতের সংখ্যায়ও চীনকে ছারিয়ে যাচ্ছে। ট্রাম্প যা বলেছেন সোমবার করোনা ভাইরাস টাস্ক ফোর্সের ব্রিফিংয়ে হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের এখন কমপক্ষে ১০টি কোম্পানি ভেন্টিলেটরস তৈরি করছে। আমরা বলেছি, এগিয়ে যাও কারণ অন্য কোনো দেশের এত দারুণ সক্ষমতা নেই। এসময় তাকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি সর্বোচ্চ সংকটের জন্য প্রস্তুত কিনা!

উত্তরে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা খুব দারুণভাবে প্রস্তুত। ইতিমধ্যে আমরা ১০ লক্ষের বেশি মার্কিনিকে পরীক্ষা করেছি। এটি বিশ্বের যে কোনো দেশের থেকে বেশি। কেউ আমাদের কাছাকাছিও নেই। দক্ষিণ কোরিয়ার সাফল্য প্রকাশ করায় এক সাংবাদিকের উদ্দেশ্যে বলেন যে, তার প্রশাসন যা করছে তাতে তাকে অভিনন্দন জানানো উচিত। একইসঙ্গে তিনি মার্কিন গভর্নরদের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। বলেন, কিছু অসৎ গভর্নর গুরুত্বপূর্ন চিকিৎসা সরঞ্জাম মজুদ করে রেখেছে। বিভিন্ন হাসপাতাল থেকে মাস্ক চুরি হচ্ছে। তবে তিনি তার এ দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করেন নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status