খেলা

বাতিল হতে পারে সিরি আ

শিরোপা পেলেও ফিরিয়ে দেবেন জুভেন্টাস সমর্থকরা!

স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ ২০২০, মঙ্গলবার, ১০:৩৯ পূর্বাহ্ন

করোনা ভাইরাসের থাবায় বিপর্যস্ত ইতালি। কবে এর প্রকোপ কমে আসবে তা অজানা। আগামী ৩রা এপ্রিল পর্যন্ত সবধরনের খেলাধুলা বন্ধ থাকবে ইতালিতে। চলমান পরিস্থিতির কারণে দেশটির ঘরোয়া ফুটবল নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মৌসুম বাতিল করে জুভেন্টাসকে সিরি আ ফুটবল লীগের চ্যাম্পিয়ন ঘোষণা করা হতে পারে বলে শোনা যাচ্ছে। কিন্তু এরকমটা হলে তা মেনে নেবে না জুভেন্টাস সমর্থকরা। জুভেন্টাস প্রেসিডেন্টও সমর্থকদের মতামতে সায় দিয়েছেন।
এর মধ্যে গতকাল সোমবার ইতালিয়ান ফুটবলারস অ্যাসোসিয়েশনের প্রধান দামিয়ানো তমাসি স্থানীয় এক পত্রিকায় দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘ক্রীড়ামন্ত্রী ভিন্সেঞ্জো সাফাদোফরা গত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বিভিন্ন সময় তার কথায় মনে হয়েছে চলতি মৌসুম বাতিলের সিদ্ধান্তও আসতে পারে। ফুটবল এখন গুরুত্বপূর্ণ নয়। তবে আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে খেলা বন্ধ রাখবো নাকি শুরু করার প্রস্তুতি শুরু করবো। কিন্তু মনে রাখতে হবে স্বাস্থ্যগত সুরক্ষা সবার আগে।’
এরপরই ইতালির সংবাদমাধ্যমে গুঞ্জন, মৌসুম বাতিল হলে বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে জুভেন্টাসকে। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে তারা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাজিও। লীগে এখনো ১২টি করে ম্যাচ বাকি। এরই মধ্যে জুভেন্টাস সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পেইন শুরু করেছে এমন একটা লেখা দিয়ে, ‘এটা দারুণ হবে বর্তমান পয়েন্ট তালিকা অনুযায়ী জুভেন্টাসকে চ্যাম্পিয়ন ঘোষণা করলে। কিন্তু আমরা যদি বলি, এমন শিরোপা আমাদের প্রয়োজন নেই, সেটা হবে আরো দারুণ।’ জুভেন্টাস প্রেসিডেন্ট আন্দ্রে আগনেল্লি আবার সেই পোস্টে ‘লাইক’ দিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status