বিনোদন

শাকিবের ‘নবাব এলএলবির’ টাকায় ডাক্তারদের দেয়া হলো পিপিই

স্টাফ রিপোর্টার

৩০ মার্চ ২০২০, সোমবার, ৬:২১ পূর্বাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে  শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট ব্যয় করা হয়েছে বলে জানালেন ছবিটির পরিচালক অনন্য মামুন। মামুন বলেন, করোনা ভাইরাসের জন্য স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বাংলাদেশও রয়েছে ঝুকির মধ্যে।  দেশের এই করুন মুহুর্তে আগামী ঈদের  ছবি নবাব এল এলবির পুরো টাকা দিয়ে ডাক্তারদের পিপিই ক্রয় করে দেয়া হয়েছে।’ গত চারদিন ধরে রাজধানীর কুর্মিটোলা, কুয়েত মৈত্রী, আল বারাকাসহ বেশকিছু হাসপাতালে তৎপর চিকিৎসক ও রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনির সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে ২৫ হাজার পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) বিতরণ করা হয়েছে। আগামিতে এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। তিনি আরো বলেন, ধাপে ধাপে ‘নবাব এলএলবি’ ছবির পুরো বাজেট করোনাভাইরাস মোকাবেলায় ব্যয় করা হচ্ছে। পিপিই ছাড়াও আমরা এক হাজার অসচ্ছল মানুষকে খাবার দিয়েছি। আমিসহ সেলেব্রেটি প্রোডাকশন তত্ত্বাবধানে যিনি আছেন, তিনি সামনে না এলেও এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এর আগে বলা হয়েছিলো সিনেমাটি ২০২০ সালের ঈদে মুক্তি পাবে। সে মোতাবেক  ২৮ মার্চ থেকে ছবিটির শুটিং শুরুর কথা ছিলো।  কিন্তু করোনা পরিস্থিতির কারণে শুটিং হচ্ছেনা ছবিটির। পরিস্থতি স্বাভাবিক হলেই ছবিটির শুটিং শুরু হবে। বিষয়টিতে শাকিব খানের সমর্থন ছিলো বলেই জানান অনন্য মামুন। শাকিব খান বলেন,  দেশের এমন পরিস্থিতে সবাইকে তো এগিয়ে  আসতে হয়। যে যার সাধ্যমতো সহায়তা করছেন। নবাব এলএলবির টাকায়  হাসপাতালে পিপিই দেয়া হয়েছে। এছাড়াও  আমি ব্যক্তিগতভাবেও অনেক কিছু করছি। অনুদানের বিষয়টা গোপন থাকাটাই  শ্রেয় মনে হয় আমার কাছে। এটা তো হাদিসেরও কথা। দানের বিষয়টা যেনো  অন্য হাতও না জানে। এখন শুধু চাওয়া আমরা সবাই যেনো এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি। ’

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status