খেলা

বুড়োদের ওপর নির্ভরশীল পাকিস্তানের ভবিষ্যত নিয়ে চিন্তিত সোহেল

স্পোর্টস ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ২:১৫ পূর্বাহ্ন

পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং ভবিষ্যত নিয়ে চিন্তিত আমির সোহেল। কারণ, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের স্কোয়াডে এখনো বুড়ো ব্যাটসম্যানদের আনাগোনা। পাকিস্তানের প্রতিবেশি ভারত তরুণদের প্রাধান্য দিচ্ছে। ভারত কেন, সব দেশই তারুণ্যনির্ভর দল গড়ছে। অথচ পিসিবি এখনো মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকদের ওপর নির্ভরশীল।

ঘরের মাঠে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন শোয়েব মালিক-হাফিজ। এ নিয়ে নিজের ব্লগে সাবেক ব্যাটসম্যান আমির সোহেল লিখেছেন, ‘এটা দুঃখজনক যে পাকিস্তান টিমের জন্য ভালোমানের ব্যাটম্যান খুঁজে পেতে কষ্ট করতে হচ্ছে আমাদের। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি স্কোয়াডে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিককে পুনরায় নেয়াই স্পষ্ট করে দেয় তা। এটা পাকিস্তান টিম ম্যানেজমেন্টের জন্য একটা সতর্কবার্তা হওয়া উচিত।’

ঘরোয়া টি-টোয়েন্টি লীগগুলো মূলত আয়োজন করা করে থাকে প্রতিভাবান ক্রিকেটারের সন্ধানে। কিন্তু পাকিস্তান সুপার লীগ (পিএসএল) থেকে তেমন কোনো ক্রিকেটার উঠে আসছে না জাতীয় দলে। সোহেল মনে করেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের উচিত এখন উদীয়মানদের প্রতি নজর দেয়া। তিনি বলেন, ‘আমার মনে হয় না পিসিবি এই বৃহৎ উদ্দেশ্যের দিকে নজর দিচ্ছে।’

পাকিস্তানের হয়ে ৪৭ টেস্টে ৩৫.২৮ গড়ে ২৩৮৩ রান সংগ্রহ করেছেন বাঁহাতি ওপেনার আমির সোহেল। ১৫৬ ওয়ানডেতে ৩১.৮৬ গড়ে করেছেন ৪৭৮০ রান। পাকিস্তানের ১৯৯২ ওয়ানডে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status