করোনা আপডেট

২৪ ঘণ্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়নি

২৯ মার্চ ২০২০, রবিবার, ১২:৪২ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় দেশে কারও করোনাভাইরাস  শনাক্ত হয়নি। এখন পর্যন্ত আক্রান্ত ১৫ জন সুস্থ হয়েছেন। রোববার করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ ব্রিফিং এ স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক বলেছেন, করোনা প্রতিরোধে প্রধানমন্ত্রী সবসময় নির্দেশনা দিচ্ছেন। আমরা তা ফলো করছি। তাই আমরা ভালো আছি। পৃথিবীর সঙ্গে তুলনা করলে বাংলাদেশ অনেক ভালো আছে বলে মন্তব্য করেন তিনি। আমার অনেক আগে প্রস্তুতি নিয়েছি বলেই ভালো আছি জানিয়ে মন্ত্রী বলেন, ইউরোপ আমেরিকার কথা আপনারা জানেন। তাদের চেয়ে আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্য মন্ত্রনালয় যথেষ্ট কাজ করে যাচ্ছে। লাইভে দর্শকদের বিভিন্ন মন্তব্যের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশীদের নিয়ন্ত্রণ করা, প্লেন (বিভিন্ন দেশের ফ্লাইট) কমানোর ক্ষমতাতো স্বাস্থ্য মন্ত্রনালয়ের নেই। ব্যবসায়ীদের বিভিন্ন অর্ডার বাতিল হচ্ছে এতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের করার কিছু নেই। তিনি বলেন, ইতিমধ্যে তিন লাখ পিপিই বিতরণ করেছি। প্রায় প্রতিদিনই ২০ থেকে ৩০ হাজার পিপিই পাচ্ছি। এপ্রিলের মধ্যে আসবে প্রায় পাঁচ লাখ পিপিই। ইতিমধ্যে আড়াই’শ ভেন্টিলেটর আমাদের কাছে এসেছে। তা বিভিন্ন হাসপাতালে দেয়া হচ্ছে। সাড়ে ৩শ’ ভেন্টিলেটর আসছে। প্রায় ৫শ’ ভেন্টিলেটর মজুদ আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status