করোনা আপডেট

চলে গেলেন মারিয়া, করোনায় বিশ্বে প্রথম রাজপরিবারের কারো মৃত্যু

তারিক চয়ন

২৯ মার্চ ২০২০, রবিবার, ১১:২৮ পূর্বাহ্ন

করোনার কারণে এবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন খোদ স্পেনের রাজকন্যা মারিয়া তেরেসা। তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি বোরবন পার্মা রাজ পরিবারের সদস্য ছিলেন। 

শুক্রবার রাজকন্যার মৃত্যু হয়েছে বলে ঘোষণা করেন তাঁর ভাই প্রিন্স সিক্সটাস হেনরি। মারিয়া-ই বিশ্বে প্রথম রাজপরিবারের কোন সদস্য যিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন।

১৯৩৩ সালে প্যারিসে জন্ম মারিয়ার। তবে জীবনের একটা বড় অংশ স্পেনের রাজধানী মাদ্রিদে কাটিয়েছেন। স্প্যানিশ রাজনৈতিক আন্দোলন নিয়ে গবেষণা ও প্রচুর লেখালেখি করেছেন।

তাঁর পরিবারকে স্পেনের ক্ষমতার কেন্দ্রে বসানোই ছিল মারিয়ার কাজের প্রধান উদ্দেশ্য। তাই বিয়ে-সংসার-সন্তানের পথে কোনওদিন পা বাড়াননি। কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গেল। করোনার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ছিয়াশির রাজকন্যা।

উল্লেখ্য রাজকন্যা মারিয়ার করোনায় মৃত্যুর খবর তখনই এলো যখন ইংরেজ রাজপরিবারের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের করোনায় আক্রান্তের খবরে গোটা বিশ্ব উদ্বিগ্ন।

* ডেইলি মেইল অবলম্বনে
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status