করোনা আপডেট

বাড়ি বাড়ি বরিস জনসনের চিঠি

করোনা পরিস্থিতি আরো খারাপ হবে

মানবজমিন ডেস্ক

২৯ মার্চ ২০২০, রবিবার, ১০:৪০ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশাবাসীকে আবারো সতর্ক করলেন। তিনি বললেন, বৃটেনে করোনা ভাইরাস সঙ্কট আরো অনেক খারাপ হবে। পরিস্থিতি ভাল হওয়ার আগে আরো করুণ পরিণতি আসতে পারে সামনে। প্রতিটি বৃটিশ পরিবারের কাছে পাঠানো তার এক চিঠিতে এসব কথা বলেছেন জনসন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়েছে, বরিস জনসন নিজেই করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে স্বেচ্ছা গৃহবন্দিত্ব বরণ করেছেন।

সেখান থেকে ওই চিঠিতে তিনি প্রয়োজনে বৃটেনে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলে সতর্কতা দিয়েছেন। এ জন্য প্রতিটি বাড়িতে সরকারি লিফলেট বিলি করা হবে, যাতে তারা বাড়ি থেকে বের না হন। এ ছাড়া স্বাস্থ্যগত তথ্য জানিয়ে দেয়া হবে। করোনা ভাইরাস নিয়ে সরকারের পরামর্শ বা সুপারিশ নিয়ে কড়া সমালোচনার পর এমন উদ্যোগ নেয়া হয়েছে।

শনিবার বৃটেনে করোনায় মারা গেছেন আরো ২৬০ জন। ফলে এদিন পর্যন্ত সেখানে এই ভাইরাসে মারা গেছেন মোট ১০১৯ জন। আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৮৯ জন।

এমন প্রেক্ষাপটে ৩ কোটি বাড়িতে বরিস জনসনের ওই চিঠি পাঠানো হয়েছে। এতে আনুমানিক খরচ পড়েছে ৫৮ লাখ পাউন্ড। এতে বরিস জনসন লিখেছেন, শুরু থেকেই আমরা উপযুক্ত সময়ে উপযুক্ত পদক্ষেপ নিয়েছি। বৈজ্ঞানিক ও মেডিকেল পরামর্শ বা সুপারিশ এলে আমরা আরো কঠোর পদক্ষেপ নিতে দ্বিধা করবো না।

এখন পর্যন্ত কঠোর যে পদক্ষেপে নিয়েছে বৃটেন তার মধ্যে একসঙ্গে দু’জনের বেশি মানুষ একত্রিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের দোকান বন্ধ করা হয়েছে। বরিস জনসন লিখেছেন, আপনাদের সঙ্গে বিষয়টি শেয়ার করা গুরুত্বপূর্ণ- তাহলো আমরা জানি পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তবে আমরা যথাযথ প্রস্তুতি নিচ্ছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status