বিনোদন

ভারতে লকডাউনে দর্শকদের দাবিতে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’-এর পুনঃসম্প্রচার শুরু

কলকাতা প্রতিনিধি

২৮ মার্চ ২০২০, শনিবার, ৫:১৩ পূর্বাহ্ন

ভারতে লকডাউনে দর্শকদের দাবিতে ‘রামায়ণ’ ও ‘মহাভারত’-এর পুনঃসম্প্রচার শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হয়েছে মহাকাব্যভিত্তিক এই দুটি ধারাবাহিক। রোজ ডিডি ভারতীতে এগুলি দেখানো হবে । শুক্রবার এই ঘোষণা করেছেন ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকার। মঙ্গলবার সন্ধ্যায় ভারতে ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করার পরই রামানন্দ সাগরের ’রামায়ণ’ ও বি আর চোপড়ার ’মহাভারত’ ফের দেখানোর দাবি উঠেছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। এর পরেই এই দুটি জনপ্রিয় ধারাবাহিকের পুনঃসম্প্রচার শুরু হয়েছে শনিবার থেকে। ভারতে যখন একমাত্র দূরদর্শন চালু ছিল তখন ১৯৮৭-৮৮ সালে প্রথমে রামায়ন এবং পরে ১৯৮৮ সালে ‘রামায়ণ’-এর সম্প্রচার শেষ হওয়ার পরের রবিবার সকালেই শুরু হয়েছিল ‘মহাভারত’। মহাভারত দেখানো হয়েছে। সেই সময় রাম-রাবণের যুদ্ধ দেখার জন্য রাস্তাঘাট ফাঁকা হয়ে যেতো। অসম্ভব জনপ্রিয়তা পেয়েছিল রামায়ণ ধারাবাহিক। এই ধারাবাহিক শেস হওয়ার পর শুরু হয়েছিল মহাভারত। সেটিও জনপ্রিয়তা পেয়েছিল। এখন রোজ দুপুর ১২টা ও সন্ধ্যা ৭টায় ডিডি ভারতীতে দেখানো হবে মহাভারত। বি আর চোপড়ার এই ‘মহাভারত’-এ টেলিজগতের জনপ্রিয় অভিনেতারা অভিনয় করেছিলেন। নীতিশ ভরদ্বাজ, পুনীত ঈশ্বর, রূপা গঙ্গোপাধ্যায়, মুকেশ খন্না, গজেন্দ্র চৌহ্বান অভিনয় করেছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status