বাংলারজমিন

আমতলী থানার ওসি প্রত্যাহার

আমতলী (বরগুনা) প্রতিনিধি

২৭ মার্চ ২০২০, শুক্রবার, ৮:১৫ পূর্বাহ্ন

বরগুনার আমতলী থানা হাজতে হত্যা মামলার সন্দেহভাজন আসামী শানু হাওলাদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় আমতলী থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশারকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার বাংলাদেশ পুলিশের প্রধান কার্যালয়ের এক আদেশে বরিশাল ডিআইজির নির্দেশে বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম স্বাক্ষরিত এক পত্রে তাকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। জানাগেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া গ্রামে গত বছর ৩ নভেম্বরে ইব্রাহিম নামের এক কৃষককে হত্যা করে দুর্বৃত্তরা। ওই হত্যা মামলায় শানু হাওলাদারের সৎ ভাই মিজানুর রহমান হাওলাদার এজাহারভুক্ত আসামী। ওই মামলার শানু হাওলদারকে গত সোমবার রাত সাড়ে এগারটার দিকে সহেন্দভাজন আসামী হিসেবে আমতলী থানা পুলিশ আটক করে তাকে থানায় নিয়ে আসেন। তাকে আটকের পর আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি শানুর পরিবারের কাছে হত্যা মামলায় আসামী করার ভয় দেখিয়ে তিন লক্ষ টাকা ঘুষ দাবী করেন। এ খবর পেয়ে শানুর ছেলে সাকিব হোসেন মঙ্গলবার ওসি তদন্তকে ১০ হাজার টাকা ঘুষ প্রদান করেন। চাহিদা মত ঘুষের টাকা না পেয়ে পুলিশ শানু হাওলাদারের উপর নির্যাতনের মাত্রা আরো বাড়িয়ে দেন। বুধবার শানু হাওলাদারের স্ত্রী ও বাড়ীর লোকজন এসে আসামী শানু হাওলাদারের সাথে দেখা করতে চাইলে পুলিশ তাদের দেখা করতে দেয়নি উল্টো তাদের সাথে অশালীন আচরন করে তাড়িয়ে দেয় এমন অভিযোগ নিহতের ছেলে সাকিব হোসেনের। বৃহস্পতিবার সকাল সোয়া ছয়টার দিকে আসামী শানু টয়লেটে যাওয়ার কথা বললে পুলিশ তাকে টয়লেটে নিয়ে যায়। পরে এক ফাঁকে আসামী শানু হাওলাদার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রির কক্ষে ফ্যানের সাথে রশি পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে এমন দাবী ওসির আবুল বাশারের। এ ঘটনায় বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ,এসপি পদায়ন) তোফায়েল আহম্মেদকে প্রধান করে এ ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ঠ একটি কমিটি গঠন করে দেন। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (বরগুনা সদর) মোঃ মহব্বত আলী ও সহকারী পুলিশ সুপার (আমতলী-তালতলী সার্কেল) সৈয়দ রবিউল ইসলাম। দায়িত্ব অবহেলার দায়ে তাৎক্ষনিক আমতলী থানার ওসি (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি ও ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেনকে বৃহস্পতিবার দুপুরে সাময়িক বরখাস্ত করেছেন বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন। তদন্ত কমিটির সুপারিশের আলোকে শুক্রবার বিকেলে পুলিশের হেডকোর্য়াটারের এক আদেশে বরিশাল ডিআইজি মোঃ শফিকুল ইসলাম পিপিএম এর নির্দেশে বরগুনা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম স্বাক্ষরিত এক আদেশে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশারকে আমতলী থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ লাইনে সংযুক্ত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ। অপরদিকে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয় শানু হাওলাদারকে । এ ঘটনার পরিবারের পক্ষ থেকে শুক্রবার পর্যন্ত মামলা হয়নি। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের সকলের বিচার দাবী করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status