অনলাইন

করোনা প্রতিরোধে সামাজিক উদ্যোগ নিয়েছে র‌্যাংগস মটরস লিমিটেড

স্টাফ রিােপর্টার

২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৮:০২ পূর্বাহ্ন

করোনা ভাইরাস প্রতিরোধে ‘সচেতনতাই হোক বড় শক্তি’ নামে একটি সামাজিক উদ্যোাগ গ্রহণ করেছে রাংগস মটরস লিমিটেড। ভাইরাসের সংμমণ থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠানটির উদ্যোগে জীবাণুনাশক ছিটিয়েছে ঢাকার সায়দাবাদ, ফুলবাড়িয়া ও মহাখালির বাস টার্মিনারের প্রতিটি বাস, টিকেট কাউন্টার ও কাস্টমারদের অপেক্ষা করার স্থানগুলোতে।

বর্তমান বিশে^র সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে প্রয়োজন সর্বস্তরে মানুষের সহযোগিতা ও সচেতনতা। তাই আতঙ্ক নয়, সচেতনতার মাধ্যমেই সম্ভব প্রতিরোধ- এই মূলমন্ত্রের কথা ভেবেই পিছিয়ে নেই র‌্যাংগস মটরস লিমিটেড।

গত ২৩শে মার্চ সরকার থেকে সাধারণ ছুটি ঘোষণার পর সবাই ছুটছে নিজের প্রিয়জন, প্রিয় মানুষের কাছে, আপন ঘরে। যাত্রাপথে হয়তো অজ্ঞাতে বয়ে নিবে করোনা ভাইরাসের জীবাণু, এতে ঝুঁকিতে থাকতে পারে যে কোনো পরিবার। তাই করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুণাশক ছিটানো হয়েছে বাসে এবং সচেতন করা হয়েছে ড্রাইভার ও হেল্পার ভাইদের।

র‌্যাংগস মটরস লিমিটেড ২৫ বছরের বেশি সময় ধরে ভলভো আইশার ব্র্যান্ডের বাস ও টধাক বাংলাদেশে সফলভাবে বাজারজাত করে আসছে। সামাজিক দায়বদ্ধতা থেকেই র‌্যাংগস মটরস লিমিটেড এই উদ্যোগটি গ্রহণ করেছে। সামাজিক এমন উদ্যোগ সকলের জন্য নিরাপত্তা ও সচেতনতা নিয়ে আসবে, এই মর্মেই কাজ করে যেতে চায় এই প্রতিষ্ঠানটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status