করোনা আপডেট

ঢামেকের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ২:০৩ পূর্বাহ্ন

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হৃদরোগ বিভাগের প্রধান হোম কোয়ারেন্টিনে। ১০ দিন ধরে তার কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ।

অধ্যক্ষ বলেন , গত ১৬ই মার্চ তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রাইভেট চেম্বারে এক বয়স্ক রোগীকে দেখেন। রোগীটি নিউমোনিয়ায় ভুগছিলেন। এর দুদিন পর সামান্য জ্বর অনুভব করেন।

অধ্যক্ষ বলেন, পরে জানতে পারি, ওই রোগীটি কভিড-১৯ পজেটিভ এবং সে ভেন্টিলেটরে আছেন। তারপর থেকে চিকিৎসক হোম কোয়ারেন্টিনে আছেন।

তিনি আরও বলেন, এভাবে যদি কেউ বিদেশ থেকে এসে তথ্য গোপন করে চিকিৎসা নিতে আসে। আর এই সমস্যা চিকিৎসক-নার্সদের পোহাতে হয়। আর চিকিৎসক, নার্সরা যদি হোম কোয়ারেন্টিনে যায়। তাহলে রোগীদের চিকিৎসা দেবে কে?
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status