দেশ বিদেশ

সেনা ও নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

স্টাফ রিপোর্টার

২৬ মার্চ ২০২০, বৃহস্পতিবার, ৯:২৭ পূর্বাহ্ন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ জন অনারারী লেফটেন্যান্টকে অনারারী ক্যাপ্টেন পদে এবং ১৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। অপরদিকে, বাংলাদেশ নৌবাহিনীর ১৪ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসারকে অনারারী সাব লেফটেন্যান্ট পদে অনারারী কমিশন প্রদান করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল এ তথ্য জানায়। আইএসপিআর জানিয়েছে-সেনাবাহিনীর ১৩ জন অনারারী লেফটেন্যান্ট থেকে অনারারী ক্যাপ্টেন পদে পদোন্নতি প্রাপ্তদের মধ্যে রয়েছেন- অনারারী লেফটেন্যান্ট (গানার) মো: আনছার আলী (কোহিনুর), এসজিপি,আর্টিলারি; অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মো: মহিউদ্দিন খাঁন, আর্টিলারি,অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মোঃ রেজাউল করিম, আর্টিলারি, অনারারী লেফটেন্যান্ট (ওসিইউ) মোঃ বাবুল হোসেন, আর্টিলারি, অনারারী লেফটেন্যান্ট (ড্রাফট্‌সম্যান) মোঃ এনায়েত হোসেন, ইঞ্জিনিয়ার্স,অনারারী লেফটেন্যান্ট (টিএস) মোঃ আব্দুল হক খাঁন, ইঞ্জিনিয়ার্স, অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোঃ জাহাঙ্গীর আলম, ইঞ্জিনিয়ার্স, অনারারী লেফটেন্যান্ট (ওয়াইঅবএস) শেখ আব্দুল মান্নান, সিগন্যালস, অনারারী লেফটেন্যান্ট (করণিক) মোহাম্মদ হেলাল উদ্দিন, ই বেংগল, অনারারী লেফটেন্যান্ট (এসএমটি) মোঃ ছামিউল ইসলাম, অর্ডন্যান্স, অনারারী লেফটেন্যান্ট (শিক্ষা জেসিও) মোঃ নজরুল ইসলাম,এইসি, অনারারী লেফটেন্যান্ট (ড্রেসার) এসএম আবু দাউদ, আরভিএফসি, অনারারী লেফটেন্যান্ট (জিডিএ) এস এম জিয়াউর রহমান,এএমসি। সেনাবাহিনীর ১৫ জন মাষ্টার ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন- মাষ্টার ওয়ারেন্ট অফিসার (টিএ) কীর্তি জিত সিংহ, আর্টিলারি, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো: জয়দুল হোসেন, আর্টিলারি,মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো: সাইফুল ইসলাম, আর্টিলারি, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (গানার) মো: বাদশা মিয়া, আর্টিলারি, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ডিএসভি) থোয়াই অংগ্য চাক, ইঞ্জিনিয়ার্স, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওসিইউ) মো: খায়রুল আমিন (বাতেন), ইঞ্জিনিয়ার্স, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: আবদুল মালেক, সিগন্যালস, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (ওয়াইঅবএস) মো: আব্দুর রহমান, সিগন্যালস, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (জিডি) সাহাব উদ্দিন আহাম্মদ,বীর, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এটি)মো; রেজাউল করিম,অর্ডন্যান্স, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: আতিয়ার রহমান, ইএমই, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) মো: সোহরাওয়ার্দী,এসিসি,মাষ্টার ওয়ারেন্ট অফিসার (করণিক) কে এম উবায়েদুল্যাহ, এসিসি,মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো: দেলোয়ার হোসেন, এএমসি, মাষ্টার ওয়ারেন্ট অফিসার (এমএ) মো: ইকবাল হোসেন মিঞা, এএমসি। বাংলাদেশ নৌবাহিনীর ১৪ জন মাষ্টার চীফ পেটি অফিসার (এমসিপিও) পদমর্যাদার জুনিয়র কমিশন্ড অফিসার থেকে অনারারী সাব-লেফটেন্যান্ট পদে কমিশন প্রাপ্তরা হচ্ছেন-এস এম নূরুল আলম, এমসিপিও(এঙ) (টিডি-১),মোহাম্মদ মজিবর রহমান, এমসিপিও(ই),মোহাম্মদ আবদুস সাত্তার, এমসিপিও (এঙ) (কিউআরপি-১), সমীর কুমার সরকার, এমসিপিও (এঙ) (জিএ-১), মোহাম্মদ কামাল উদ্দিন, এমসিপিও (আর), মোহাম্মদ আবুল কাশেম,এমসিপিও (কম),মোহাম্মদ আবদুল হামিদ সরকার,এমসিপিও (এঙ)(এফসি-১), মোহাম্মদ হাফিজুর রহমান চৌধুরী, এমসিপিও (এঙ) (কিউএ-১), মোহাম্মদ জাহাঙ্গীর আলম মন্ডল, এমসিপিও (ই), কাজী এমদাদুল হক, এমসিপিও (এল), মোহাম্মদ অহিদুজ্জামান খান, এমসিপিও (মেড) (আইসিএ), মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এমসিপিও (এস), মোহাম্মদ দিদার আলম, এমসিপিও (রেগ), মোঃ আশরাফ হোসেন, এমসিপিও (এঙ) (জিআই)। েেসনা ও নৌবাহিনীর এ অনারারী কমিশন ২৬ মার্চ ২০২০ থেকে কার্যকর হবে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় হতে জারীকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status