বিনোদন

বিশিষ্ট প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু আর নেই

স্টাফ রিপোর্টার

২৫ মার্চ ২০২০, বুধবার, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশিষ্ট প্রযোজক-পরিচালক মতিউর রহমান পানু আর নেই। তিনি গতকাল মঙ্গলবার রাত ১১টা ২০মিনিটে উত্তরার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহি------------রাজেউন) তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তিনি ব্যবসা সফল ছবি বেদের মেয়ে জোসনা’র প্রয়োজক ছিলেন।

মতিউর রহমান পানু ১৯৩৯ সালের ৩১শে ডিসেম্বর বগুড়া সদরে জন্মগ্রহণ করেন। ১৯৬৪ সালে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসি-তে পা রাখেন। প্রথমে পরিচালকের সহকারী হিসেবে কাজ শুরু করেন। তাদের মধ্যে অন্যতম বাবুল চৌধুরী, দারাশিকো, সৈয়দ আউয়াল, আকবর কবির পিন্টুসহ আরো অনেকে। আঁকা বাঁকা, টাকা আনা পাই, প্রতিশোধসহ বেশ কয়েকটি ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ১৯৭৯ সালে পানু প্রথম ছবি পরিচালনা করেন। ছবির নাম ‘হারানো মানিক’। তার পরিচালিত ও প্রযোজিত ছবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বেদের মেয়ে জোছনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘মনের মাঝে তুমি’, ‘টাইগার নাম্বার ওয়ান’, ‘হারানো মানিক’, ‘আপন ভাই’, ‘নাগ মহল’, ‘নির্দোষ’, ‘সাহস’, ‘মান মর্যাদা’, ‘নির্যাতন’, ‘সাথী’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status