বিশ্বজমিন
করোনা: একদিনে বৃটেনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
মানবজমিন ডেস্ক
২০২০-০৩-২৫
বৃটেনে করোনা ভাইরাসে মঙ্গলবার আরো ৮৭ জন মারা গেছেন। এ নিয়ে সেখানে মারা গেলেন মোট ৪২২ জন। এদিন স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪০০ মানুষ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৭৭। করোনা ভাইরাস আছে কিনা এমন পরীক্ষা করা হয়েছে মোট ৯০ হাজার ৪৩৬ জনের। মঙ্গলবার নতুন করে যাদের মৃত্যু রেকর্ড করা হয়েছে তার মধ্যে ইংল্যান্ডে রয়েছেন ৮৩ জন। তাদের বয়স ৩৩ থেকে ১০৩ বছরের মধ্যে। বৃটেনে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্তের তথ্য রেকর্ড করা হয়েছে এদিন। ওদিকে বিশেষজ্ঞরা ধারণা করছেন বৃটেনে করোনা ভাইরাস সংক্রমণ ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে বাকি আছে দুই থেকে তিন সপ্তাহ। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিপেন্ডেন্ট।