খেলা

পিছিয়ে যেতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:৪৪ পূর্বাহ্ন

ফাইল ছবি

আগামী ১৮ই অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হওয়ার কথা রয়েছে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতীয় দৈনিক দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পিছিয়ে যেতে পারে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সপ্তম আসরটি। করোনা প্রাদুর্ভাব রুখতে আগামী ২৭শে মার্চ পর্যন্ত বিদেশি নাগরিকরা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ট্রেজারার জস ফ্রাইডেনবার্গ স্থানীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘এ নিষেধাজ্ঞা আরও ছয় মাস বৃদ্ধি করা হতে পারে।’ অস্ট্রেলিয়া সরকার যদি এমন সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত অন্য দেশের নাগরিকরা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৮ই অক্টোবর থেকে শুরু হলেও আয়োজক দেশ সাধারণত একমাসেরও বেশি সময় আগে থেকে বিশ্বকাপ প্রস্তুতিতে নেমে পড়ে। আইসিসির কর্মকর্তা, অংশগ্রহণকারী দেশগুলোর নিরাপত্তা প্রতিনিধি এবং স্পন্সর প্রতিষ্ঠানের কর্মীদের ব্যস্ততা শুরু হয় আসর শুরুর অনেক আগেই। আগামী ২৯শে মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সদস্য দেশগুলোর সঙ্গে  বৈঠকে বসবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সে আলোচনায় প্রাধান্য পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি অবশ্য আয়োজক দেশ অস্ট্রেলিয়ার করোনা ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনই চূড়ান্ত নিতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি কোন দিকে গড়াবে সেটি এখনো স্পষ্ট নয়। সেক্ষেত্রে বিকল্প কি করা যেতে পারে সেটি নিয়ে আলোচনা হবে ২৯শে মার্চের সভায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status