বাংলারজমিন

ছুটি নেই চা বাগানে

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:২৯ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জুড়ীতে চা বাগানগুলোতে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি সেবা ও ছুটি নেই। শ্রমিকরা ঝুঁকি নিয়েই কাজ-কর্ম অব্যাহত রেখেছেন বলে জানা গেছে। গতকাল একাধিক চা বাগানের শ্রমিকদের সঙ্গে আলাপ করে জানা যায়, চা বাগান এলাকায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কোনো প্রকার মাতামাতি নেই। এমনকি তাদের কাজ-কর্মেও কোনো বিরতি দেননি কোম্পানিগুলো। খোঁজ নিয়ে জানা যায়, বাগান কর্তৃপক্ষের নিকট মালিকপক্ষ থেকে কোনোরূপ নিষেধাজ্ঞা আসেনি। নাম প্রকাশে অনিচ্ছুক সোনারূপা চা বাগানের এক কর্মকর্তা জানান, এ পর্যন্ত সরকারের তরফে কোনো প্রকার সহযোগিতা আসেনি। বাগান এলাকায় বহিরাগত মানুষের আনাগোনা বন্ধ রয়েছে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status