বাংলারজমিন

১০ হাজার পরিবারকে হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছে মাইজদী পৌরসভা

স্টাফ রিপোর্টার নোয়াখালী থেকে

২৫ মার্চ ২০২০, বুধবার, ৭:২৬ পূর্বাহ্ন

করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে নোয়াখালীর বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭২৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদিকে সরকারি নিষেধ অমান্য করে হোম কোয়ারেন্টিন মেনে না চলায় জেলার সুবর্ণচরে দুই প্রবাসীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ৭২৫ প্রবাসী হোম কোয়ারেন্টিনে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান। করোনার সংক্রমণ ঠেকাতে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে জেলা শহরে ১০ হাজার পরিবারকে বাসা বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেয়া হচ্ছে। মঙ্গলবার থেকে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পৌর মেয়র শহিদ উল্লা খাঁন সোহেল জানান, পৌর এলাকার প্রত্যেকটি বাসা বাড়িতে এই হ্যান্ডস্যানিটাইজার পৌঁছে দেয়া হবে। করোনা ঝুঁকি না কমা পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রথম বার দেওয়া হ্যান্ডস্যানিটাইজার শেষ হওয়ার পর পৌর ভবন থেকে আবার নিয়ে যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে করোনা ঝুঁকি এড়াতে লোকজনকে সরকারি নির্দেশনা মেনে চলার বিষয়ে জেলা তথ্য অফিস বিভিন্ন স্থানে মাইকিং ও প্রচারপত্র বিলি করছে। বিদেশ ফেরত কেউ নির্দিষ্ট সময় হোম কোয়ারেন্টাইনে না থেকে বাইরে ঘুরাফেরা করলে জেল জরিমানার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী নোয়াখালীতে গত এক মাসে ৭হাজার ৭৯৫ জন বিদেশ থেকে দেশে ফিরেছে। এর মধ্যে আজ হোম কোয়ারেন্টাইনে আছে ৭২৫ জন এবং হোম কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে ১৯ জনকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status