খেলা

এই সঙ্কটময় মুহূর্তে আল্লাহকে ডাকুন, নামাজ পড়ুন: মাশরাফি

স্পোর্টস ডেস্ক

২৪ মার্চ ২০২০, মঙ্গলবার, ৯:০৪ পূর্বাহ্ন

ভিডিও বার্তায় কথা বলছেন মাশরাফি

বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাসের প্রকোপ শুরু হয়েছে বাংলাদেশেও। এ নিয়ে সারা বিশ্বের মতো চিন্তিত গোটা দেশ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনা ভাইরাস প্রতিরোধে নিজের ফেসবুক পেজে দেয়া ভিডিও বার্তায় এই সঙ্কটময় পরিস্থিতি থেকে বাঁচতে আল্লাহকে ডাকতে বললেন, নামাজ পড়তে বললেন। প্রায় পাঁচ মিনিটের ভিডিওতে মাশরাফি আরো বলেন, ‘করোনা ভাইরাস নিয়ে সবাই আতঙ্কিত। এবং আতঙ্কিত না হবারও কোনো কারণ নাই। পৃথিবীর সব বড় বড় দেশগুলোও শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত। তারা কোনো ভাবেই পেরে উঠতে পারছে না। এখন আমাদের কি করণীয় উচিৎ বা আমরা যত বড় বড় দেশগুলো দেখছি ভেঙে পড়ছে। আমাদের দেশ তো এমনিতেই ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের যদি এমন ক্রাইসিস আসে, আল্লাহ না করুক কি হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। সো, এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে যেগুলো আমি মনে করি যে আমাদের সবারই করা উচিৎ।’
‘এক হচ্ছে, ঘরে বসে আল্লাহকে ডাকা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহকে বলা যে আমাদের উপর রহমত করুন। এই ধরনের দুর্যোগ থেকে আমাদের সহযোগিতা করুন। কারও যেন না হয়, সবাই যেন সুস্থ থাকি। দ্বিতীয়ত, করণীয় যেগুলো আছে আমাদের। সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই প্রবাসী ভাই ও বোনরা যারা বিদেশে থাকেন আসছেন দেশে বা বেড়াতে গিয়েছিলেন সেখানে, আসছেন। এখানে আপনাদের অনেক কিছু করার আছে। প্রথম হচ্ছে, অবশ্যই নিয়মকানুন গুলো মেনে চলা। 'কোয়ারেন্টিন' এই শব্দটা ব্যবহার না করে বলবো গৃহবন্দী থাকা। এবং সেটা আপনার পরিবার নিয়ে না, আপনি আলাদা ১৪ দিন থাকা এবং ১৪ দিন পার হবার পর যদি আপনি অসুস্থ না হোন তখন আপনার পরিবারকে নিয়ে ঘরে থাকা।’

‘যতক্ষণ না কোনো ঘোষণা আসছে, ডাক্তাররা বা সমাজের উচ্চপদস্থরা ঘোষণা না করছে যে, উই আর সেইফ। ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘরে থাকা। এটা হচ্ছে ফার্স্ট থিংগস। এরপরে আমাদের অবশ্যই করণীয় আছে যেটা হচ্ছে সাবান দিয়ে হাত ধোয়া নিয়মিত, নিয়মিত ১৫-২০ মিনিট পর পর পানি পান করা এবং আপনার ঘর, পরিবেশ পরিচ্ছন্ন রাখা। এসব ব্যপার কিন্তু আছে। আমাদের কিন্তু এইসব নিয়ম কানুন গুলো মেনে চলতে হবে।’

‘এর থেকে কঠিন অবস্থায় যাওয়ার পর কিন্তু মেনে চললে সুযোগ আমরা পাব না। তাই আমাদের উচিৎ, এখনই এই জিনিসটাকে শক্ত হাতে প্রতিহত করা। কারণ এটা একটা রাষ্ট্র ক্রাইসিস হয়ে যেতে পারে। এবং আমরা কেউই জানিনা, আমাদের আশে পাশে কার আছে। আমরা বের হচ্ছি, আমরা কার হাত ধরছি। আমরা কি করছি আমরা কেউই জানি না যে, এই ভাইরাসটা কে নিয়ে চলছে। কারণ, এই ভাইরাসটা ১৪ দিন সময় নেবে আপনি বোঝার জন্য। তাই আমার মনে হয় যে, এটা গভীর ভাবে চিন্তা করার দরকার। আমরা যে এটাকে গুরুত্ব দিচ্ছি না এটা যদি আমাকে আপনাকে আমাদের পরিবারকে বা সামাজিক ভাবে কাউকে আঘাত করে তখন কিন্তু সামাল দেয়া খুব কঠিন হবে। আগেও বলেছি ইতালির মতো দেশ, বড় বড় দেশগুলো কিন্তু হিমশিম খাচ্ছে। সো এখানে আমরা কতটুকু পারবে সেটা ভাবার সময় এসেছে। কারণ দেশটা অনেক ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। তাই এখানে কিন্তু ভাবার সময় আছে।’

‘তো আমাদের যে করণীয় জিনিসগুলা আছে, আমরা করি। এটা করা খুবই প্রয়োজন। একটা কথা মনে রাখবেন যে, আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি নিজে। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিকমতো করতে পারেন, আমি নিশ্চিত যে এর প্রকোপ কিছুটা হলেও কমাতে পারব। এছাড়া ডিজাস্টার হবার চান্স কিন্তু বেশি। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা দয়া করে ঘরে থাকুন। প্লিজ প্লিজ প্লিজ। আপনি নিজে সুরক্ষিত থাকুন, আপনার পরিবারকে সুরক্ষিত রাখুন, আপনার সমাজকে সুরক্ষিত রাখুন। এটা আপনার আমার সবার দায়িত্ব। এই মুহূর্তে কোনো ভাবেই এফোর্ট করতে পারি না বাইরে আসা। বিনা কারণে ঘর থেকে বের হওয়া। আমরা অনেক সময় বলি যে, আমরা সময় পাই না, কাজের ব্যস্ততা। এ কারণে পরিবারকে সময় দেয়া হয়ে ওঠে না। তো আপনি এখন সময় দেন। এখন আপনার কাজের ব্যস্ততা নাই। আর সবাই দূরত্ব বজায় রেখে চলাফেরা করুন। যতটুক না করলেই না। তারপরও আমি বলব, ঘরে থাকুন, আপনার সমাজকে রক্ষা করুন। ভালো থাকুন সবাই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status